অত্যাবশ্যক পণ্য নয় চাল-ডালসহ একগুচ্ছ জিনিস, বিল পাশ সংসদে

অত্যাবশ্যক পণ্য

জাস্ট দুনিয়া ডেস্ক: অত্যাবশ্যক পণ্য আর নয় চাল-ডাল-আলু-পেঁয়াজ-তৈলবীজ-ভোজ্য তেল। কৃষি সংক্রান্ত আরও একটি বিল মঙ্গলবার রাজ্যসভায় পাশ হয়ে গেল। গত সপ্তাহে লোকসভায় পাশ হয়েছিল ওই বিল। এ দিন তা পাশ হয়ে গেল রাজ্যসভায়।
১৯৫৫-য় অত্যাবশ্যক পণ্য আইন চালু হয়। সেই আইন সংশোধন করতে গত ৫ জুন অধ্যাদেশ জারি করে কেন্দ্র।

লোকসভার পরে রাজ্যসভায় সেই সংশোধনী বিল পাশ হওয়ার পর এখন শুধু রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষা। রাষ্ট্রপতি সই করলে ওই বিল আইনে পরিণত হবে।

এই সংশোধনী বিলে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈলবীজ, ভোজ্য তেলের মতো পণ্যকে অত্যাবশ্যক পণ্যের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। নতুন আইন হলে এই সব কৃষিপণ্যের উপর আর নিয়ন্ত্রণ করতে পারবে না সরকার। উঠে যাবে পণ্য মজুতের ঊর্ধ্বসীমাও।

তবে সরকারের একটি সূত্রের মতে, এই সব খাদ্যপণ্যের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ অবশ্য পুরোপুরি তুলে নেওয়া হয়নি। শুধুমাত্র অস্বাভাবিক পরিস্থিতিতে সরকার এই সব পণ্যের মজুত, বিক্রি বা অন্যান্য বিষয়ের উপর নিয়ন্ত্রণ করতে পারবে।

অস্বাভাবিক পরিস্থিতি হিসেবে অত্যধিক মূল্যবৃদ্ধি, যুদ্ধ, দুর্ভিক্ষ, ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মতো বিষয় উল্লেখ করা হয়েছে সংশোধনীতে।

(করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)