পাঁচ রাজ্যে বিধানসভা, নভেম্বরে শুরু শেষ ডিসেম্বরে, ফল এক দিনেই

পাঁচ রাজ্যে বিধানসভামুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত

জাস্ট দুনিয়া ডেস্ক: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। শনিবার মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত সাংবাদিক বৈঠক করে ওই ঘোষণা করেন।

মধ্যপ্রদেশ ও মিজোরামে এক এবং ছত্তীসগঢ়ে দু’দফায় নির্বাচন হবে আগামী নভেম্বরে। অন্য দিকে রাজস্থান এবং তেলঙ্গানায় এক দফার ভোট হবে ডিসেম্বর মাসে। পাঁচ রাজ্যের নির্বাচনের ফল একসঙ্গে ঘোষণা হবে ডিসেম্বরেই। এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার ওপি রাওয়াত।

এ দিন দুপুর তিনটে নাগাদ সাংবাদিক বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি জানান, আগামী ১২ এবং ২০ নভেম্বর দু’দফায় ছত্তীসগঢ়ে নির্বাচন হবে। প্রথম দফায় রাজ্যের দক্ষিণের ১৮টি আসনে। আর দ্বিতীয় দফায় ২০ নভেম্বর ৭২টি আসনে ভোটগ্রহণ হবে।

একই মাসে নির্বাচন হবে মধ্যপ্রদেশ এবং মিজোরামেও। আগামী ২৮ নভেম্বর ওই দুই রাজ্যে ভোট। মধ্যপ্রদেশের আসন সংখ্যা ২৩০। মিজোরামে ৪০টি আসনে ভোট হবে।

পুরো মেয়াদ শেষ হওয়ার আগেই সম্প্রতি বিধানসভা ভেঙে দেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। সে কারণেই সে রাজ্যেও নির্বাচনের প্রয়োজন। রাজস্থানের সঙ্গে ওই রাজ্যেও নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৭ ডিসেম্বর ওই দুই রাজ্যে বিধানসভা নির্বাচন।

একেবারে নরেন্দ্র মোদীর মতো দেখতে, বিজেপির সেই তাস এ বার কংগ্রেসে!

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের গণনা কিন্তু এক দিনেই হবে। মুখ্য নির্বাচন কমিশন জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বরই পাঁচ রাজ্যের ভোট গণণা।

এ দিন বিকেল ৩টের সময় ভোটের দিন ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার। প্রথমে ঠিক ছিল বেলা সাড়ে ১২টায় নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করা হবে। কিন্তু শেষ মুহূর্তে তা বদলে বেলা ৩টে করা হয়। শেষ মুহূর্তে আচমকা এই বদল নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। কংগ্রেসের অন্যতম মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইট করেন। সেখানে ইঙ্গিত ছিল, এ দিন বেলা ১টা থেকে রাজস্থানের অজমেরে মোদীর সভা ছিল। সে কারণেই নির্বাচন কমিশন তাদের নির্ঘণ্ট ঘোষণার সময় পিছিয়ে দেয়। কংগ্রেস নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। কমিশন যদিও সে প্রসঙ্গে কিছু জানায়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাঁচ রাজ্যের এই নির্বাচনে মূল নজর থাকবে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তীসগঢ়ে। ওই তিন রাজ্যেই এখন ক্ষমতায় রয়েছে বিজেপি। বিশেষ করে মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে এক টানা ১৫ বছর ধরে বিজেপির শাসন চলছে। রাজস্থানে বর্তমান বিজেপি সরকারের মেয়াদ হয়েছে পাঁচ বছর। আগামী লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস যদি বিজেপিকে এই রাজ্যগুলিতে পরাস্ত করতে পারে, তা হলে বলা যেতে পারে উনিশের ভোটের আগে এককদম এগিয়ে যাবে তারা।