আফগানিস্তান-তাজিকিস্তান বর্ডারে ভূমিকম্পের প্রভাব উত্তর ভারতেও

Afghanistan Earthquake

জাস্ট দুনিয়া ডেস্ক: আফগানিস্তান-তাজিকিস্তান বর্ডার ভূমিকম্পের উৎসস্থল। বিকেলে কেঁপে উঠল দিল্লি ও তার আসপাশের অঞ্চল। গোটা উত্তর ভারতেই প্রভাব পড়ল ভূমিকম্পের। কম্পনের উৎসস্থল আফগানিস্তান। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, মাটির গভীরে ১১১.৯ কিলোমিটার ভিতরে আফগানিস্তান-তাজিকিস্তান বর্ডার ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.২।

উত্তর ভারতে এই কম্পন অনুভূত হয় বিকেল ৪.১৫ নাগাদ। দিল্লি, গুরগাঁও ছাড়া জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডিগড়েও কম্পন অনভূত হয়েছে। ভারত তথা আফগানিস্তান থেকেও এখনও পর্যন্ত কোনও জীবনহানির খবর পাওয়া যায়নি।

কম্পন অনুভূত হতেই দিল্লির সব অফিস থেকে মানুষ রাস্তায় বেরিয়ে আসে ভয়ে। যদিও খুব অল্প সময়ই সেই কম্পন ছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভূমিকম্পের খবর। ভূমিকম্পের জেরে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। এই ভূমিকম্পের প্রভাব পাকিস্তানেও পড়েছে।