তাজমহলে সপরিবারে ট্রাম্প, বললেন ভারতীয় সংস্কৃতির এ এক অমূল্য সৌন্দর্যের নমুনা

তাজমহলে সপরিবারে ট্রাম্পতাজমহলে সপরিবারে ট্রাম্প

জাস্ট দুনিয়া ডেস্ক: তাজমহলে সপরিবারে ট্রাম্প ঘুরলেন। শেষ বিকেলে আগরার তাজমহলে স্ত্রী মেলানিয়ার হাতে হাত রেখে হেঁটে বেড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। পরে বললেন ভারতীয় সংস্কৃতির এ এক অমূল্য সৌন্দর্যের নমুনা।

সোমবার বিকেলে আমদাবাদ থেকে সরাসরি আগরা আসেন ডোনাল্ড ট্রাম্প। আমদাবাদে তিনি মোতারা স্টেডিয়ামের উদ্বোধন করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন পটেল আগরার বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান।


এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন

এ দিন তাজমহলে মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রীর গাইড ছিলেন নিতিন সিংহ। তিনিই তাজমহল ঘুরিয়ে দেখান ট্রাম্প দম্পতিকে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই তাজমহল দেখতে আসেন মেয়ে ইভাঙ্কা এবং তাঁর স্বামী। বিখ্যাত ‘ডায়না সিট’-এ ইভাঙ্কা তাঁর স্বামীর হাত জড়িয়ে ধরে ছবি তুলছেন। মার্কিন প্রতিনিধি দলের সদস্যদের হাতেই মোবাইল ধরিয়ে দিয়েছেন ছবি তুলে দেওয়ার জন্য।

তাজমহল দর্শনের পরেই ভিজিটর্স বুকে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘‘তাজমহল সম্ভ্রম জাগায়। ভারতীয় সংস্কৃতি র অমূল্য ও বহুমুখী সৌন্দর্যের এ এক অবিনশ্বর নমুনা। ধন্যবাদ ভারত।’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)