কোভিড অ্যান্টিবডি তৈরি হয়েছে ৯০% দিল্লিবাসীর, বলছে রিপোর্ট

Omicron Reached America

জাস্ট দুনিয়া ডেস্ক: কোভিড অ্যান্টিবডি তৈরি হয়েছে ৯০% দিল্লিবাসীর, এমনটাই বলছে সেরো রিপোর্ট। বুধবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে এই মর্মে একটি খবর প্রকাশিত হয়েছে। ওই খবর অনুযায়ী, বুধবার কেন্দ্রীয় সরকারের কাছে একটি রিপোর্ট জমা পড়েছে। সেখানে বলা হয়েছে, ষষ্ঠ সেরোলজিক্যাল সার্ভের আওতায় দিল্লির যত নাগরিককে আনা হয়েছিল, তাঁদের ৯০ শতাংশের শরীরেই করোনাভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়েছে।

সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে দিল্লি যে ভাবে গত এপ্রিল-মে মাসে বিপর্যস্ত হয়ে পড়েছিল, নতুন ভ্যারিয়েন্ট না এলে তেমনটার সাক্ষী আর হতে হবে না রাজধানীকে। পাশাপাশি তিনি এ-ও বলেন, ‘‘তবে আমরা এটা বলতে পারি না যে, দিল্লির নাগরিকদের মধ্যে করোনা রুখতে কঠোর প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে।’’

এমনকি সেরো পজিটিভিটি রেট বৃদ্ধির পিছনে টিকার কোনও প্রভাব আছে কি না তা-ও এখনও বলার সময় আসেনি বলেই জানিয়েছেন ওই আধিকারিক। তিনি বলেন, ‘‘ষষ্ঠ সেরোলজিক্যাল সীর্ভের সময় যত জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল, তাঁর ৯০ শতাংশের বেশি ক্ষেত্রেই আমরা কোভিড অ্যান্টিবডি খুঁজে পেয়েছি।’’

গত ২৪ সেপ্টেম্বর দিল্লিতে ষষ্ঠ সেরোলজিক্যাল সার্ভে শুরু হয়। সেই সময় নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল এবং ক্যান্টনমেন্ট বোর্ডের মোট ২৮০টি ওয়ার্ডে সব মিলিয়ে ২৮ হাজার নাগরিকের নমুনা সংগ্রহ করা হয়। সেরো পজিটিভিটি রেট সব জেলাতেই ৮৫ শতাংশের উপরে বলেই দাবি করা হয়েছে ওই রিপোর্টে। কেন্দ্রীয় সরকারের কাছে জমা পড়া ওই রিপোর্ট অনুযায়ী, সেরো পজিটিভিটির হার পুরুষদের থেকে মহিলাদের শরীরেই বেশি।

স্বাস্থ্য মন্ত্রকের এক কর্তার কথায়, ‘‘আমরা নিশ্চিত ভাবে বলতে পারি না যে, দিল্লিবাসীর কঠিন প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে করোনা বিরুদ্ধে লড়ার জন্য। কারণ, এ বিষয়ে আমাদের কাছে কোনও সমীক্ষা বা ডেটা নেই। যেগুলো দিয়ে আমরা প্রমাণ করতে পারি, ইতিপূর্বে যাঁরা করোনা আক্রান্ত হয়েছিলেন, তাঁরা ফের সংক্রমিত হবেন না।’’

কোভিড অ্যান্টিবডি তৈরি হয়েছে ৯০% দিল্লিবাসীর, তবে ওই কর্তার দাবি, করোনাভাইরাসের একই ভ্যারিয়েন্ট ফের অতিমারি পরিস্থিতি তৈরি করতে পারবে না। তাঁর কথায়, ‘‘ফলে এই রিপোর্টের প্রেক্ষিতে আমরা বলতেই পারি, নতুন কোনও ভ্যারিয়েন্ট না আসা পর্যন্ত দিল্লিবাসীকে করোনার দ্বিতীয় ঢেউয়ের মতো বিপর্যস্ত হতে হবে না।’’ পাশাপাশি তিনি এ কথাও জানিয়েছেন যে, ওই অ্যান্টিবডি নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে লড়তেও কিছুটা সাহায্য করবে।


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)