ভয়াবহ বন্যায় কেরলে মৃতের সংখ্যা বেড়ে ৩৭, জারি চূড়ান্ত সতর্কতা

ভয়াবহ বন্যা কেরলে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ভয়াবহ বন্যা কেরলে মৃতের সংখ্যা বেড়ে ৩৭

জাস্ট দুনিয়া ডেস্ক: কেরলের ১৪টি জেলা একেবারে জলের তলায়। প্রশাসনের তরফে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কবার্তা। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭।

রাজ্যের প্রায় অর্ধেকটাই একন বন্যার কবলে। টানা বৃষ্টিতে কেরলের অবস্থা অসম্ভব খারাপ। প্রায় হাজার হেক্টর জমির ফসল একেবারে নষ্ট হয়ে গিয়েছে। প্রায় ৩১ হাজার মানুষকে হতে হয়েছে বাস্তুচ্যুত। তাঁরা এই মুহূর্তে ত্রাণ শিবিরে রয়েছেন। রাজধানী তিরুঅনন্তপুরমে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে।

প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, রাজ্যের ৮টি জেলায় চূড়ান্ত সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃষ্টিও দু’এক দিনের মধ্যে কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে প্রধান জলাধারগুলি যে সমস্ত এলাকায় রয়েছে, সে সব জায়গায় শনিবার তেমন ভারী বৃষ্টি হয়নি। তা সত্ত্বেও আগামী ১৫ অগস্ট পর্যন্ত চূড়ান্ত সতর্কতা জারি করা রয়েছে। আগামী কাল রবিবার কেরলে বন্যা পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। ত্রাণ এবং উদ্ধারকাজ তদারকি করতেই তিনি কেরল যাচ্ছেন বলে জানানো হয়েছে।

গাড়ি চুরি করতে হায়দরাবাদ থেকে দিল্লি বিমানে উড়ে আসত চোরেরা!

কেরলের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭-এ। টানা এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিতে রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এই অবস্থায় কেন্দ্রের সাহায্য চেয়ে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। বন্যা কবলিত কেরলের দুর্গতির কথা তুলে ধরে তিনি জানিয়েছেন, গত পাঁচ দশকে এটি রাজ্যের সবচেয়ে বড় বিপর্যয়। রাহুল জানান, গত কয়েক মাসে ভারী বৃষ্টি ও বন্যার জেরে পার্বত্য ও উপকূলীয় কেরলে অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে। পরিকাঠামো পুর্নগঠনে এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে কেন্দ্রকে পর্যাপ্ত ত্রাণ পাঠানোরও আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি, এ দিন টুইটারে দলীয় কর্মীদেরও কোমর বেঁধে নেমে পড়ার নির্দেশ দিয়েছেন কংগ্রেস সভাপতি।

প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, রাজ্যের ৮টি জেলায় চূড়ান্ত সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃষ্টিও দু’এক দিনের মধ্যে কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে প্রধান জলাধারগুলি যে সমস্ত এলাকায় রয়েছে, সে সব জায়গায় শনিবার তেমন ভারী বৃষ্টি হয়নি। তা সত্ত্বেও আগামী ১৫ অগস্ট পর্যন্ত চূড়ান্ত সতর্কতা জারি করা রয়েছে। আগামী কাল রবিবার কেরলে বন্যা পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। ত্রাণ এবং উদ্ধারকাজ তদারকি করতেই তিনি কেরল যাচ্ছেন বলে জানানো হয়েছে।