ঘূর্ণিঝড় তিতলি ভোরেই আছড়ে পড়ল ওড়িশা-অন্ধ্র উপকুলে, স্তব্ধ ট্রেন চলাচল

ঘূর্ণিঝড় তিতলি

জাস্ট দুনিয়া ডেস্ক: ঘূর্ণিঝড় তিতলি শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ ওড়িশা ও অন্ধ্রের উপকূলে আছড়ে পড়ার কথা ছিল। সেই মতই প্রবল ঝড় আর বৃষ্টিতে সকাল থেকেই বিপর্যস্ত ওড়িশা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ বুধবার রাতেই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তাই আগে থেকেই ব্যবস্থা নিয়ে রেখেছিল ওড়িশা সরকার।

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক গঞ্জাম, পুরী, খুরদা, কেন্দ্রপড়া ও জগৎসিংহপুর থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আগামী দু’দিন ওই সব এলাকার সব স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশার গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের মাঝখানে প্রায় ১৪৫ কিলোমিটার ঘণ্টা গতিবেগে ঘূর্ণিঝড় তিতলি আছড়ে পড়বে। ঘূর্ণিঝড় তিতলি-র জেরে আগামী কাল গঞ্জাম, গজপতি, পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রপড়া, খুরদা, নয়াগড়, কটক, জাজপুর, ভদ্রক ও বালেশ্বরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ওড়িশার উপকূলবর্তী কিছু এলাকায় বৃষ্টি আগেই শুরু হয়ে গিয়েছিল।

আবহাওয়া দফতর জানিয়েছিল, বুধবার রাত থেকে দক্ষিণ ওড়িশা উপকূল বরাবর ১৪০-১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় বইবে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় আরও বাড়তে পারে। আগামী শুক্রবার পর্যন্ত ওড়িশা উপকূল এবং মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সেলিম মালিক ঘুষ দিতে চেয়েছিলেন দু‘লাখ ডলার, মুখ খুললেন আর এক ক্রিকেটার

ভারী বৃষ্টির জেরে ওড়িশায় বন্যার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না সরকার। প্রতিটি জেলায় তাই জারি করা হয়েছে কড়া সতর্কতা। ওড়িশার মুখ্য সচিব এপি পাধি জানিয়েছেন, বিপর্যয়ে এক জনেরও যাতে প্রাণহানি না হয়, সে জন্য প্রস্তুতি নিচ্ছে রাজ্য। এ কারণে রেলের তরফে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

উপগ্রহ চিত্র দেখুন সরাসরি

যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে:
১৮৪৩০ ভুবনেশ্বর-বেঙ্গালুরু প্রশান্তি এক্সপ্রেস
১২৮৩০ ভুবনেশ্বর-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস
১২৭৭৩ শালিমার-সেকেন্দরাবাদ এক্সপ্রেস
৫৮৪২৮ গুনুপুর- পুরী প্যাসেঞ্জার
৫৮৩০১/৫৮৩০২ সম্বলপুর-কোরাপুট-সম্বলপুর প্যাসেঞ্জার
৫৮৩০৩/৫৮৩০৪ সম্বলপুর-জুনাগড় রোড-সম্বলপুর প্যাসেঞ্জার
৫৮৫২৮/৫৮৫২৭ বিশাখাপত্তনম-রাইপুর-বিশাখাপত্তনম প্যাসেঞ্জার
৫৮১৩১/• ৫৮১৩২ রউরকেলা-পুরী-রউরকেলা প্যাসেঞ্জার

অনেক জায়গায় ছিড়ে পড়েছে ওভারহেড তারও। এই ট্রেনগুলি ছাড়াও বহু ট্রেন ঘুরপথে চালানো হবে বলে রেল সূত্রে খবর। গোটা পরিস্থিতির উপর নজর রাখতে একটি ইমার্জেন্সি কন্ট্রোল রুম খোলা হয়েছে। তার হেল্পলাইন নম্বর হল: ৮৪৫৫৮৮৫৯৩৬, ০৬৭৪-২৩০১৫২৫, ০৬৭৪-২৩০১৬২৫

ঘূর্ণিঝড় তিতলি-র প্রভাবে ভেসে যেতে পারে উপকূলবর্তী এলাকা। সে কারণে বিপজ্জনক ও নিচু এলাকাগুলি থেকে বাসিন্দাদের সরানোর ব্যবস্থা করা হয়েছে। উদ্ধারকাজে ৩০০টি মোটর বোট ব্যবহার করা হতে পারে। প্রচুর মানুষকে আশ্রয় দেওয়ার জন্য তৈরি রাখা হয়েছে ৮৩৪টি ত্রাণ শিবির। কাজ করছে পাঁচটি উদ্ধারকারী দল।