করোনা আক্রান্ত অমিত শাহ, নিয়ে যাওয়া হল হাসপাতালে

জাতীয় নিরাপত্তা

জাস্ট দুনিয়া ডেস্ক: করোনা আক্রান্ত অমিত শাহ নিজেই জানালেন টুইট করে। কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী টুইটে জানিয়েছেন তাঁর পরীক্ষার ফল পজিটিভ এসেছে তবে তাঁর শরীর ভালো রয়েছে। তবে জাক্তারের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশ জুড়ে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। যা ইতিমধ্যেই ১৭ লাখ ছুঁয়েছে। গত দু’দিনে একলাখ মানুষ আক্রান্ত হয়েছে। দেশ জুড়ে প্রতিদিনই তৈরি হচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যার রেকর্ড। তার মধ্যে অমিত শাহর করোনা আক্রান্ত হয়ে পড়া পরিস্থিতির জটিলতার দিকেই ইঙ্গিত দিচ্ছে।

অমিত শাহ টুইটে লেখেন, ‘‘করোনার কিছু উপসর্গ দেখা যাওয়ায় আমি পরীক্ষা করাই এবং রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর সুস্থই রয়েছে কিন্তু ডাক্তারদের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আমি সেই সব মানুষদের অনুরোধ করছি যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন তাঁরা যেন নিজেদের আইসোলেট করে নেন। এবং যেন পরীক্ষাও করে নেওয়া হয়।’’

রবিবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে উত্তর প্রদেশের মন্ত্রীকমন রানী বরুণের। বয়স হয়েছিল ৬২ বছর। করোনা আক্রান্ত হয়ে তিনি ভর্তি ছিলেন লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সে।

অমিত শাহর করোনা আক্রান্ত হওয়ার খবরে রাজনৈতিক মহল তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই তালিকায়।

মমতা লিখেছেন, ‘‘শুনলাম কেন্দ্রী সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি কোভিড-১৯ পজিটিভ। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। তাঁর ও তাঁর পরিবারের সঙ্গে আমার শুভেচ্ছা রয়েছে।’’

অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, ‘‘শ্রদ্ধেয় সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি-র দ্রুত আরোগ্যর জন্য প্রার্থণা করব।’’ ভারতীয় দলের ক্রিকেটার সুরেশ রায়না লিখেছেন, ‘‘দ্রুত সুস্থ হয়ে উঠুন স্যার।’’

(দেশের আরও খবরের জন্য এখানে ক্লিক করুন)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)