কংগ্রেসের ইস্তাহার প্রকাশ, রাহুল জানালেন ক্ষমতায় এলে প্রচুর চাকরির সুযোগ করা হবে

কংগ্রেসের ইস্তাহারকংগ্রেসের ইস্তাহার প্রকাশ অনুষ্ঠান

জাস্ট দুনিয়া ডেস্ক: কংগ্রেসের ইস্তাহার প্রকাশ হল। নরেন্দ্র মোদী বছরে ২ কোটি নতুন চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন পাঁচ বছর আগে। এ বার লোকসভা ভোটের আগে কংগ্রেসের ইস্তাহার প্রকাশের সময় সেই চাকরি না দেওয়াকেই মোদীর বিরুদ্ধে প্রধান অস্ত্র করতে চাইলেন রাহুল গাঁধী। বুধবার কংগ্রেসের ইস্তাহারেই তার একটা রূপরেখা মিলল।

কয়েক দিন আগেই রাহুল জানিয়েছিলেন, ক্ষমতায় এলে কংগ্রেস ২২ লাখ সরকারি চাকরির পদ পূরণ করবে। কংগ্রেসের ইস্তাহারে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীর প্রায় ৪ লক্ষ পদ খালি পড়ে রয়েছে। কংগ্রেস ক্ষমতায় এলে ২০২০-র মধ্যে সেই সব পদ পূরণ করা হবে। পাশাপাশি বিভিন্ন রাজ্যে ২০ লক্ষ শূন্য পদ পূরণের জন্যও সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে অনুরোধ করা হবে বলে ইস্তাহারে জানানো হয়েছে। একই সঙ্গে গ্রাম পঞ্চায়েত এবং পুরসভাগুলিতে সেবা মিত্র পদে ১০ লক্ষ লোক নিয়োগ করা হবে বলে কংগ্রেসের ইস্তাহার-এ বলা হয়েছে।

ভোটের আরও খবর পড়তে এখানে ক্লিক করুন

বেসরকারি ক্ষেত্রেও নতুন চাকরি তৈরির জন্য কংগ্রেসের ইস্তাহার একগুচ্ছ পদক্ষেপের কথা বলেছে। এ দিন কংগ্রেস সভাপতি রাহুল বলেন, ‘‘নরেন্দ্র মোদী ২ কোটি রোজগার দেওয়ার কথা বলেছিলেন। পুরো মিথ্যে।’’

ইউপিএ-সরকার ক্ষমতায় এসে গ্রামীণ ক্ষেত্রে একশো দিনের রোজগার সুনিশ্চিত করতে আইন চালু করেছিল। তৃণমূল, সিপিএম তাদের ইস্তাহারে তাকে ২০০ দিন করার কথা বলেছে। এ দিন কংগ্রেসের ইস্তাহার বলছে, মনরেগা-তে ১০০ দিনের কাজের নিশ্চয়তা বাড়িয়ে ১৫০ দিন করা হবে। কংগ্রেসের ইস্তাহার দাবি করেছে, জলাশয় ও পতিত জমি পুনরুজ্জীবনের জন্য দু’টি মিশন প্রকল্প চালু হবে। সেখানেও ১ কোটি চাকরি হবে।

জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন

কয়েক দিন আগেই রাহুল জানিয়েছিলেন, ক্ষমতায় এলে কংগ্রেস ২২ লাখ সরকারি চাকরির পদ পূরণ করবে। কংগ্রেসের ইস্তাহারে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীর প্রায় ৪ লক্ষ পদ খালি পড়ে রয়েছে। কংগ্রেস ক্ষমতায় এলে ২০২০-র মধ্যে সেই সব পদ পূরণ করা হবে। পাশাপাশি বিভিন্ন রাজ্যে ২০ লক্ষ শূন্য পদ পূরণের জন্যও সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে অনুরোধ করা হবে বলে ইস্তাহারে জানানো হয়েছে। একই সঙ্গে গ্রাম পঞ্চায়েত এবং পুরসভাগুলিতে সেবা মিত্র পদে ১০ লক্ষ লোক নিয়োগ করা হবে বলে কংগ্রেসের ইস্তাহার-এ বলা হয়েছে।