অরুণাচল প্রদেশ এবং অসমের একটা বড় অংশে হড়পা বান আসতে পারে, সতর্ক করল চিন

অরুণাচল প্রদেশ এবং অসমের একটা বড় অংশে হড়পা বানঅরুণাচল প্রদেশ এবং অসমের একটা বড় অংশে হড়পা বান

জাস্ট দুনিয়া ডেস্ক: অরুণাচল প্রদেশ এবং অসমের একটা বড় অংশে হড়পা বান আসতে পারে বলে কেন্দ্রকে চিঠি দিয়ে সতর্ক করেছে চিন। সেই সতর্কবার্তা পেয়ে রীতিমতো কোমরবেঁধে ওই সমস্ত জায়গার বাসিন্দাদের সরাতে শুরু করেছে প্রশাসন।

চিন অধিকৃত ইয়ারলুং সাংপো নদীতে হঠাৎ করে ধস নেমেই ওই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ওই নদীতে ধস নেমে তার গতিপথ বন্ধ হয়ে গিয়েছে। ফলে নদীর উজানি অংশে জল জমে কার্যত একটি বাঁধের চেহারা নিয়েছে। জলের চাপ নিতে না পারলে ওই ধস ভেঙে পড়ে হড়পা বান আসতে পারে। তার ফলে  অরুণাচল প্রদেশ এবং উজানি অসমে সিয়াং, লোহিত নদীতে হড়পা বান আসতে পারে বলে কেন্দ্রকে চিঠি দিয়েছেন অরুণাচলের সাংসদ নিনং এরিং।

চিনের সেন্ট্রাল ওয়াটার কমিশনের কাছ থেকে এই ধসের খবর পাওয়ার পরই সতর্কতা জারি করেছে অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলা প্রশাসন।

অমৃতসরে রাবণপোড়া দেখতে গিয়ে ট্রেনের তলায় ছিন্নভিন্ন ৬০ জন

চিনের পাঠানো ওই রিপোর্টে বলা হয়েছে, তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর গতিপথে বিশাল ধস নেমেছে। তার ফলে জল আটকে গিয়েছে। আর সেই জলই ভাসাতে পারে অরুণাচল প্রদেশ এবং অসমকে।