মাওবাদী হামলা: ছত্তীসগড়ে ল্যান্ডমাইনে উড়ে গেল সিআরপিএফের গাড়ি, নিহত ৪, আহত ২

মাওবাদী হামলা-ফাইল চিত্র

জাস্ট দুনিয়া ডেস্ক: মাওবাদী হামলা ফের ছত্তীসগঢ়ে। এ বার বীজাপুর জেলায় সিআরপিএফের একটি টহলদারি গাড়ি উড়িয়ে দিয়েছে তারা। শনিবার বিকেলে ওই শক্তিশালী ল্যান্ডমাইন বিস্ফোরণে চার সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। গুরুতর জখম দুই সিআরপিএফ জওয়ান।

সিআরপিএফ সূত্রে খবর, এ দিন বিকেল ৪টে নাগাদ আওয়াপল্লি থানা এলাকায় বাহিনীর মুরডান্ডা ক্যাম্পের কাছে একটি শক্তিশালী আইইডি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে সিআরপিএফের একটি গাড়ি উড়ে যায়। আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় চার জনের। বীজাপুরের পুলিশ সুপার মোহিত গর্গ জানিয়েছেন, এ দিন বিকেলে ১৬৮ ব্যাটালিয়নের কয়েক জন জওয়ান গাড়ি করে রুটিন নজরদারি সেরে ফিরছিলেন।

সেই সময় বিস্ফোরণে উড়ে যায় তাঁদের গাড়ি। ওই গাড়িতে ৬ জন জওয়ান ছিলেন। ক্যাম্প থেকে মাত্র ১ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটে। দূর থেকে বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার। তাঁর কথায়, ‘‘আধা সামরিক বাহিনীর চার জওয়ান বিস্ফোরণে মারা গিয়েছেন। দু’জন গুরুতর জখম হয়েছেন। আহতদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের দেহ উদ্ধার করার চেষ্টা চলছে।’’

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথিরিপালা সিরিসেনাকে হত্যার ছক

আগামী ১২ নভেম্বর ছত্তীসগঢ়ে প্রথম দফার ভোট। এ দিন সেই ভোটের প্রচার শুরু করেছেন বিজেপির মুখ্যমন্ত্রী রমন সিং। পাশের জেলা সুকমাতেই তিনি প্রচারের কাজে ব্যস্ত ছিলেন। সেই সময়ে বিস্ফোরণ ঘটে। প্রথম দফার যে ১৮টি আসনে ভোট ১২ নভেম্বর, মূলত মাওবাদী উপদ্রুত জেলাগুলিতেই তা হবে।

তার মধ্যে রয়েছে বস্তার, কানকের, বীজাপুর, দান্তেওয়াড়া, নারায়ণপুর, কোন্ডাগাঁও এবং রাজনন্দগাঁও। বস্তারের বেশ কিছু জায়গায় সম্প্রতি ভোট বয়কটের ডাক দিয়ে মাওবাদী পোস্টারও পড়েছিল। ছত্তীসগঢ়ের বাকি বিধানসভা আসনগুলিতে ভোট হবে আগামী ২০ নভেম্বর। ফল ঘোষণা ১১ ডিসেম্বর।