সিবিএসই বোর্ড পরীক্ষা: দশম বাতিল, দ্বাদশ ঐচ্ছিক, উচ্চমাধ্যমিক জুলাইয়ে

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা

জাস্ট দুনিয়া ডেস্ক: সিবিএসই বোর্ড সুপ্রিম কোর্টের কাছে জানাল, তারা দশম শ্রেণির বাকি থাকা পরীক্ষা বাতিল করছে। শুধু তাই নয়, দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলোর মধ্যে কয়েকটি ঐচ্ছিক করা হচ্ছে। তবে, রাজ্যের বাকি থাকা উচ্চমাধ্যমিকের পরীক্ষা তিনটি জুলাইতেই হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্য পাঠ্যক্রম কমিটি সুপারিশ করেছে, যদি সেই পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া যায়। সেই সুপারিশ নিয়ে এখনও রাজ্য সরকার কিছু জানায়নি।

দেশ জুড়ে করোনা পরিস্থিতির কারণে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই বোর্ড)-এর দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেন অভিভাবকদের একাংশ। বিচারপতি এএম খানউইলকরের নেতৃত্বাধীন বেঞ্চে ওই মামলা ওঠে। সিবিএসই-র তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে জানান, বিভিন্ন রাজ্যের পরামর্শের ভিত্তিতে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হল।


দেশের আরও খবরের জন্য এখানে ক্লিক করুন

ওই পরীক্ষাগুলি আগামী ১ জুলাই থেকে হওয়ার কথা ছিল। পাশাপাশি তিনি শীর্ষ আদালতকে জানান, দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের বিকল্প বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে। পরিস্থিতি অনুকূল হলে দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া হবে। তবে শেষ তিনটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়নের সুযোগও পড়ুয়াদের দেওয়া হবে বলে আদালতকে জানিয়েছেন তিনি। ফলে, সিবিএসই বোর্ড -এর দ্বাদশ শ্রেণির পরীক্ষা আপাতত ঐচ্ছিক হিসেবেই দেখা হবে।

ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (আইসিএসই) বোর্ডও তাদের পরীক্ষা বাতিল করার পরিকল্পনা করছে বলে এ দিন আদালতকে জানিয়েছেন তুষার মেহতা। তবে ওই বোর্ড পড়ুয়াদের সিবিএসই-র মতো বিকল্প বেছে নেওয়ার সুযোগ দিতে রাজি নন। তবে, সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ রাজ্যেও উচ্চ মাধ্যমিকের তিনটি পরীক্ষা বাকি রয়েছে। আগামী ২, ৬ এবং ৮ জুলাই উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পরীক্ষা কী ভাবে পারস্পরিক দূরত্ববিধি মেনে হবে, তা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দেখে নেওয়ার কথা বলেন।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)