Boris Johnson Visit India: যৌথ উদ্যোগে কাজ করার বার্তা

Boris Johnson Visit India

জাস্ট দুনিয়া ডেস্ক: ভারতে এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson Visit India)। দু’দিনের সফরের প্রথম দিন তিনি যান গুজরাতে। সেখানে প্রথমেই তিনি সবরমতি আশ্রমে যান। গান্ধী মূর্তিতে মালাও দেন। তার পরই তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুভূতির কথা পোস্ট করেন। তিনি লেখেন, ‘‘ভারতে এসে দারুণ লাগছে। বিশ্বের সব থেকে বড় গনতন্ত্র রয়েছে এখানেই। আমাদের দুই দেশ মিলে অনেক কিছু করতে পারে। এক সঙ্গে কর্ম সংস্থান থেকে শুরু করে উন্নতি এবং সুযোগ তৈরি করতে পারি। এই যোগাযোগকে আরও শক্তিশালী করার জন্য মুখিয়ে রয়েছি।’’

প্রথম দিন গুজরাতে তাঁর আতিথেয়তায় দেখা যায় ভারতীয় শিল্পপতি গৌতম আদানীকে। তিনি লেখেন, ‘‘প্রথমবার কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী গুজরাতে আদানী গ্রুপের হেড অফিসে এলেন। তাঁর আতিথেয়তা করতে পেরে আমি খুশি।’’ এর পাশাপাশি ইউকের সঙ্গে ব্যবসায়ীক দিক নিয়েও যে কথা হয়েছে তাও তিনি জানান তাঁর টুইটে।

বরিস জনসনের ভারতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই ইউকে সরকারের টুইটার হ্যান্ডলে ভারতে প্রচুর বিনিয়োগের ঘোষণাও করা হয়। জানা গিয়েছে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন বরিস জনসন। দেখে নিন সোশ্যাল মিডিয়া পোস্ট—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)