বাবুল সুপ্রিয় মঞ্চ থেকে বললেন, এক পা ভেঙে ক্রাচ ধরিয়ে দেব… কেন বললেন?

বাবুল সুপ্রিয়

জাস্ট দুনিয়া ডেস্ক: বাবুল সুপ্রিয় গায়ক থেকে অভিনেতা হয়েছেন। অভিনেতা থেকে এখন তিনি নেতা। কিন্তু নেতা হওয়র পর থেকে কিছু না কিছু নিয়ে একাধিক বার বিতর্কে জড়িয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী এ বার জড়ালেন আরও এক নতুন বিতর্কে। নিজের কেন্দ্রেই এক অনুষ্ঠানে মঞ্চ থেকে হুমকী দিয়ে বসলেন বাবুল সুপ্রিয়।

ঠিক কী ঘটেছিল সেই অনুষ্ঠানে?

শারীরিকভাবে অক্ষম মানুষদের হুইলচেয়ার দেওয়া হচ্ছিল এক অনুষ্ঠানে। সেখানে বিশেষ অতিথি হিসেবে গিয়েছিলেন বাবুল। মঞ্চে যখন তিনি ভাষণ দিচ্ছেন তখন সেই অনুষ্ঠানে হুইল চেয়ার নিতে আসা এক প্রতিবন্ধী বার বার উঠছিলেন, এ দিক, ও দিক যাচ্ছিলেন। তাত বেশ বিরক্ত হন বাবুল। তাঁর মনোসংযোগ নষ্ট হচ্ছিল।

হঠাৎই ভাষণ থামিয়ে দেন তিনি। সেই ব্যাক্তির উদ্দেশে বলেন, ‘‘আপনি কেন নড়াচড়া করছেন? দয়া করে বসুন।’’ এর পর সেই ব্যাক্তিকে বাবুল জিজ্ঞেস করেন, ‘‘আপনার কী হচ্ছে? কোনও সমস্যা? আমি কিন্তু আপনার একটা পা ভেঙে দিয় ক্রাচ ধরিয়ে দিতে পারি।’’

এর পর বাবুল তাঁর নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন, এই ব্যাক্তি যদি আবার নিজের জায়গা ছেড়ে ওঠে তা হলে তাঁর পা ভেঙে দিতে এবং ক্রাচ দিয়ে দিতে। এর পর ওখানে উপস্থিত দর্শকদের বলেন, এই ব্যাক্তির জন্য সবাই একবার হাততালি দিক। আসানসোন নজরুল মঞ্চের এই ঘটনা সামনে আসতেই তোলপাড় পড়ে যায়। সংবাদ মাধ্যমে প্রচার হয়ে যায় বাবুল সুপ্রিয় মঞ্চ থেকে হুমকী দিচ্ছেন। ছড়িয়ে পড়ে সেই ভিডিও।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছে

এর পর বাবুল জানান, পুরো ঘটনাটাই মজার ছলে হয়েছে। যার ভুল ব্যাখ্যা করছে সংবাদ মাধ্যম। তিনি এক বিবৃতিতে বলেন, ‘‘পুরোটাই প্লে অ্যাকটিং চলছিল। মজা করে কথা বলছিলাম। অনুষ্ঠানে অল্পববিস্তর বিশৃঙ্খলা থাকায় আমি তা নিয়ন্ত্রণে আনতে মজা করছিলাম। ওখানে উপস্থিত সকলেই সেটা জানতেন। সবাই উপভোগ করছিলেন, হাততালি দিচ্ছিলেন।’’ এর পর বাবুল বলেন, ‘‘ সেই ভাষণের একটা অংশ কেটে নিয়ে দেখানো হচ্ছে। আমার কিছু বলার নেই। সংবাদ মাধ্যম তাদের কাজ করেছে। আমি আমার কাজ করেছি।’’