সুপ্রিম কোর্টে শেষ হল বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার শুনানি, স্থগিত রায়দান

সুপ্রিম কোর্টে শেষ হল বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার শুনানিসুপ্রিম কোর্টে শেষ হল বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার শুনানি

জাস্ট দুনিয়া ডেস্ক: সুপ্রিম কোর্টে শেষ হল বাবরি মসজিদ-রাম জন্মভূমি মামলার শুনানি, তবে বুধবার আদালত রায়দান স্থগিত রেখেছে।

তবে ওই রায় কবে দেওয়া হবে, তা যদিও জানানো হয়নি। এ দিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-সহ সাংবিধানিক বেঞ্চ জানিয়েছে, বৃহস্পতিবার তাঁরা রুদ্ধদ্বার বৈঠকে বসবেন।

বাংলার আরও খবর পড়তে ক্লিক করুন

এ দিন সুপ্রিম কোর্টে শুনানি শুরু হওয়ার পর প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে বলতে শোনা গিয়েছে, এনাফ ইজ এনাফ।

আদালতে সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী রাজীব ধবনের সঙ্গে সংঘাত বাধে হিন্দু মহাসভার একটি শাখার আইনজীবী বিকাশ সিংহের। আদালতে তুমুল হইহল্লা বাধে। এক সময়ে প্রধান বিচারপতি বলেন, এ রকম চলতে থাকলে তাঁরা বেরিয়ে যাবেন।

এ দিন সুপ্রিম কোর্টের নিয়োগ করা তিন মধ্যস্থতাকারীর প্যানেলও তাদের রিপোর্ট জমা দেয়। ২০১০ সালে ইলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল, অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া এবং রামলালা বিরাজমানের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। রায়ের বিরুদ্ধে ১৪টি আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)