অটল বিহারী বাজপেয়ী: ৯৩ বছর বয়সে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী

অটল বিহারী বাজপেয়ীমারা গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী

জাস্ট দুনিয়া ডেস্ক: অটল বিহারী বাজপেয়ী প্রয়াত। বৃহস্পতিবার বিকেল ৫.০৫ মিনিট নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩। অটলবিহারীর মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা দেশ।

গত ১১ জুন এইমস-এ ভর্তি হয়েছিলেন অটল বিহারী। কিডনি, বুক এবং মূত্রনালীতে সংক্রমণ নিয়ে এইমস-এ ভর্তি হিয়েছিলেন তিনি। বুধবার সন্ধ্যা থেকে তাঁর অবস্থা সঙ্কটজনক হয়ে ওঠে। রাতে হাসপাতালের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়, প্রাক্তন প্রধানমন্ত্রীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালেও হাসপাতালের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, অটল বিহারীর শারীরিক অবস্থা এখনও একই রকম সঙ্কটজনক রয়েছে। তাঁকে লাইউ সাপোর্টে রাখা হয়েছে।

এ দিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এইমস-এর তরফে ঘোষণা করা হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় এইমস-এ অটল বিহারীকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন দুপুর দুটো নাগাদ তিনি ফের এইমস-এ আসেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তার আগেই এসেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জম্মু-কাশ্মীরের নেতা ফারুখ আবদুল্লা এবং তাঁর ছেলে ওমর আবদুল্লাও এ দিন সকালে এইমস-এ এসে অটলবিহারীকে দেখতে এসেছিলেন।

১৯২৪ সালে গোয়ালিয়রে জন্ম অটল বিহারী বাজপেয়ীর। বাবার নাম কৃষ্ণবিহারী বাজপেয়ী, মা কৃষ্ণাদেবী। অটল বিহারী প্রায় চার দশক ধরে লোকসভার সদস্য ছিলেন। তাঁর কেন্দ্র ছিল উত্তরপ্রদেশের লখনউ। পরে দু’বার রাজ্যসভার সদস্যও হন। তিনি তিন বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। প্রথম বার ১৩ দিনের জন্য। সেটা ১৯৯৬। পরের বার ১১ মাসের জন্য তিনি প্রধানমন্ত্রী হন। সেটা ছিল ১৯৯৮-৯৯ সাল। এর পর তিনি টানা পাঁচ বছর প্রধানমন্ত্রী দায়িত্ব সামলেছেন। কংগ্রেসের বাইরে তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি পুরো পাঁচ বছর প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন।

লোকসভার সঙ্গেই ১১ রাজ্যে বিধানসভা নির্বাচনের পরিকল্পনা বিজেপি-র

অটল বিহারীর শারীরিক অবস্থা সঙ্কটজনক জানার পর এ দিন দুপুরেই দিল্লির উদ্দেশে রওনা দেন। তিনি কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বলেন, ‘‘অটলজির সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল। খুবই খারাপ লাগছে।’’

১৯২৪ সালে গোয়ালিয়রে জন্ম অটল বিহারী বাজপেয়ীর। বাবার নাম কৃষ্ণবিহারী বাজপেয়ী, মা কৃষ্ণাদেবী। অটলবিহারী প্রায় চার দশক ধরে লোকসভার সদস্য ছিলেন। তাঁর কেন্দ্র ছিল উত্ত্রপ্রদেশের লখনউ। পরে দু’বার রাজ্যসভার সদস্যও হন। তিনি তিন বার প্রধানমন্ত্রী হয়েছিলেন। প্রথম বার ১৩ দিনের জন্য। সেটা ১৯৯৬। পরের বার ১১ মাসের জন্য তিনি প্রধানমন্ত্রী হন। সেটা ছিল ১৯৯৮-৯৯ সাল। এর পর তিনি টানা পাঁচ বছর প্রধানমন্ত্রী দায়িত্ব সামলেছেন। কংগ্রেসের বাইরে তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি পুরো পাঁচ বছর প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন।