নিতিন সন্দেসরা, ব্যাঙ্ক জালিয়াতিতে বিজয় মালিয়া-নীরব মোদী-মেহুল চোক্সীদের দলে নতুন নাম

নিতিন সন্দেসরা

জাস্ট দুনিয়া ডেস্ক: নিতিন সন্দেসরা নামটির সঙ্গে পরিচিত হয়েছেন? না হলে জেনে নিন, এই নিতিন সন্দেসরা আসলে বিজয় মালিয়া, ললিত মোদী, নীরব মোদী, মেহুল চোক্সীর মতোই এক জন ‘বিশিষ্ট’ ব্যক্তি। তিনিও বাকিদের মতো ব্যাঙ্ক জালিয়াতির পর এ দেশ ছেড়ে পালিয়েছেন। তবে গুজরাতের স্টারলিং বায়োটেক-এর মালিক নিতিন সন্দেসরা এই মুহূর্তে কোন দেশে লুকিয়ে রয়েছেন, তা জানেন না গোয়েন্দারা।

প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির পান্ডা এই নিতিন সন্দেসরা। ব্যাঙ্ক জালিয়াতির পর তিনি যে দেশ ছেড়ে পালিয়েছেন তা নিয়ে একপ্রকার নিশ্চিত সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) গোয়েন্দারা। তবে গোয়েন্দাদের একটা অংশের ধারণা, নিতিন তাঁর পরিবার নিয়ে বর্তমানে নাইজেরিয়াতে লুকিয়ে রয়েছেন। আর সেটাই চিন্তার কারণ মোদী সরকারের। কারণ, আফ্রিকার নাইজেরিয়ার সঙ্গে ভারতের কোনও প্রত্যর্পণ চুক্তি নেই। এমনকি, পারস্পরিক আইনি সহযোগিতার বোঝাপড়াও নেই। যদি নাইজেরিয়ায় নিতিনরা থেকে থাকেন, তবে, সেখান থেকে তাঁদের ভারতে ফেরানো অনেক কঠিন হবে।

গত ১৫ অগস্ট সিবিআই এবং ইডি-র গোয়েন্দারা খবর পেয়েছিলেন, সপরিবার নিতিন সন্দেসরাকে দুবাই পুলিশ আটক করেছে। সঙ্গে সঙ্গেই দুবাই পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করে সিবিআই এবং ইডি। পরে জানা যায়, ওই খবর ঠিক ছিল না।

রাফা‌ল যুদ্ধবিমান নিয়ে এ দেশের ভিতরেই যুদ্ধ বেধে গিয়েছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে

সোমবার সিবিআইয়ের একটি সূত্র জানিয়েছে, নিতিন সন্দেসরা সৌদি আরব অথবা নাইজেরিয়া, কোথায় লুকিয়ে রয়েছেন জানা যাচ্ছে না। শুধু ওই ব্যবসায়ীই নন, সংবাদ মাধ্যমে খবর, নিতিনের ভাই চেতন, বৌদি দীপ্তিবেনও নাইজেরিয়ায় ঘাঁটি গেড়েছেন। বরোদরার স্টারলিং বায়োটেক কেলেঙ্কারিতে ওই তিন জনের বিরুদ্ধেই জালিয়াতির অভিযোগ এনেছে সিবিআই ও ইডি।

অন্ধ্র ব্যাঙ্কের একটি শাখা থেকে ২০০৪ থেকে ২০১২ সালের মধ্যে প্রায় ৫,৩৮৩ কোটি টাকা ঋণ নিয়েছিল গুজরাতের বরোদরার স্টারলিং বায়োটেক। পরে সেই জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এই মামলায় গগন ধাওয়ান-সহ বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। ইডি সূত্রে খবর, প্রায় ৪৭০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তও করা হয়েছে।

গত জুলাই মাসে মোদী সরকার একটি তালিকা পেশ করে লোকসভায়। ভারতে আর্থিক কেলেঙ্কারি করে দেশ ছেড়ে পালিয়েছেন, এমন ব্যক্তিদের ওই তালিকায় নিতিন সন্দেসরা, চেতন ও দীপ্তিবেনের নাম ছিল। তখন থেকেই অবশ্য খোঁজ মিলছে না তাঁদের। তবে সিবিআই সূত্রে খবর, নিতিনরা কোথায় রয়েছেন সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।