নাসিরুদ্দিন শাহ: আমার সন্তানদের ঘিরে ধরে যদি জিজ্ঞেস করে হিন্দু না মুসলমান, কী জবাব দেবে ওরা?

নাসিরুদ্দিন শাহনাসিরুদ্দিন শাহ

জাস্ট দুনিয়া ডেস্ক: নাসিরুদ্দিন শাহ এ বার সরাসরি বোমাটা ফাটালেন! বিজেপি-র নাম না করে, ভারতীয় সমাজে বিষ ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুললেন তিনি ওই রাজনৈতিক দলের বিরুদ্ধে। ধর্মের ভিত্তিতে সমাজ বিভাজনের যে বিষাক্ত রাজনীতি চলছে, তা নিয়ে নিজের ক্ষোভ জানিয়েছেন বর্ষীয়ান এই অভিনেতা।

সারা দেশে বাড়তে থাকা হিংসার ঘটনার প্রেক্ষিতে নাসিরুদ্দিন শাহের একটি ভিডিয়ো বার্তা অনলাইনে প্রকাশ করেছে সমাজকর্মীদের সংস্থা ‘কারবাঁ-ই মহব্বত’। দেশের রাজনৈতিক বাতাবরণ নিয়ে উদ্বীগ্ন নাসিরুদ্দিন শাহ-কে সেখানে বলতে শোনা গিয়েছে, সারা দেশে ধর্মীয় বিভাজনের বিষ ছড়িয়ে পড়েছে। ভয়ানক সেই ‘জিন’কে ফের ‘বোতলে পুরে ফেলা’টা খুব একটা সহজ কাজ নয় বলেই মন্তব্য করেছেন তিনি।

গত ৩ ডিসেম্বর উত্তরপ্রদেশের বুলন্দশহরে গোহত্যার গুজবে গন্ডগোলের জেরে জনতার হাতে প্রাণ গিয়েছিল সেখানকার এক পুলিশ ইনস্পেকটর সুবোধকুমার সিংহের। ঘটনায় মূল অভিযুক্তরা এখনও অধরা। পুলিশ ইতিমধ্যেই অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে, কী ভাবে গোহত্যা করা হয়েছিল! নাসিরুদ্দিন এ দিন বুলন্দশহরের ঘটনা নিয়েও সরব হয়েছেন।

আইপিএল নিলাম ২০১৯, কারা দল পেলেন আর কারা হতাশ হলেন

আইনকে নিজের হাতে তুলে নেওয়ার যেন ‘ছাড়পত্র’ মিলে গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে গোরক্ষার নামে যে ভাবে একের পর এক গণপিটুনির ঘটনায় মৃত্যুর খবর আসছে, তাতে যথেষ্ট উদ্বেগে রয়েছেন নাসিরউদ্দিন। তাঁকে মন্তব্য করতে শোনা গিয়েছে, ‘‘কোনও কোনও জায়গার ঘটনা দেখে তো মনে হচ্ছে, এক জন পুলিশ অফিসারের মৃত্যুর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি গরুর মৃত্যু!’’

তবে ওই ভিডিও বার্তায় নাসিরউদ্দিন শাহ তাঁর সবচেয়ে উদ্বেগের জায়গাটি তুলে ধরেছেন নিজের সন্তানদের নিয়ে। নাসিরুদ্দিন জানিয়েছেন, স্ত্রী রত্না এবং তিনি তাঁদের সন্তানদের কোনও ধর্মেই বড় করে তোলেননি। তাঁর নিজের কিছুটা ধর্মীয় শিক্ষা থাকলেও, রত্নাদেবীর বেড়ে ওঠায় কোথাও কোনও ধর্ম ছিল না। কাজেই সন্তানদের তাঁরা কোনও ধর্মীয় পরিচয়ে বেঁধে রাখেননি। কারণ তাঁদের মনে হত, ভাল এবং মন্দের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। ভাল-মন্দের শিক্ষা তাঁদের জীবনের অভিজ্ঞতা দিয়ে সন্তানদের শিখিয়েছেন। নাসিরউদ্দিন এ দিন ওই ভিডিও বার্তায় নিজের উদ্বেগের কারণটি স্পষ্ট করে বলেছেন, ‘‘আমার সন্তানদদের নিয়ে ভীষণ উদ্বেগ কাজ করে। কাল যদি জনতা ঘিরে ধরে ওদের জিজ্ঞেস করে, তোমরা হিন্দু না মুসলমান? তখন তো ওদের কাছে কোনও জবাব থাকবে না। কারণ, ওদের তো কোনও ধর্মই নেই।’’

নাসিরউদ্দিন শাহ তবে কি ভয় পাচ্ছেন? ৬৮ বছরের তরুণকে সোজাসাপ্টা বলতে শোনা গিয়েছে, এ সব ঘটনায় তাঁর মোটেও ভয় করে না। তাঁর রাগ হয়। তিনি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন জানিয়েছেন, এ সব দেখেশুনে সকলের রেগে যাওয়া উচিত। ভয় কোনও ভাবেই পাওয়া উচিত নয়। তাঁর কথায়, ‘‘হামারা ঘর হ্যায়। হামে কৌন নিকাল সক্তা হ্যায় ইহা সে!’’

দেখুন সেই ভিডিয়ো…