ফুট ওভার ব্রিজ ভেঙে পড়ল রেললাইনের উপরেই, আন্ধেরি স্টেশনে আহত ৫

ফুট ওভার ব্রিজ ভেঙে পড়লফুট ওভার ব্রিজ ভেঙে পড়ল আন্ধেরি স্টেশনে

জাস্ট দুনিয়া ডেস্ক: ফুট ওভার ব্রিজ ভেঙে পড়ল আন্ধেরি স্টেশনের কাছে। রেললাইনের উপরে ওই ব্রিজ ভেঙে পড়ায় সকাল থেকেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সেই সঙ্গে হাওয়া। আচমকাই আন্ধেরি স্টেশনের কাছে গোখলে সেতুর পায়ে হাঁটা অংশটি ভেঙে পড়ে। নীচে দিয়েই গিয়েছে পশ্চিম রেলওয়ের একাধির রেললাইন। সঙ্গে সঙ্গেই ওই সমস্ত লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মুম্বই পুলিশ টুইট করে জানিয়ে দেয়, আন্ধেরি পূর্ব এবং পশ্চিমের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এমনকি, রেলওয়ে ট্রাকের উপর সেতু ভেঙে পড়ায় ট্রেন চলাচলও বন্ধ।

ঘটনার খবর পেয়েই বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ওই ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। বেশ কিছু ক্ষণ ট্রেন চলাচাল বন্ধ থাকার পর দুপুরের পর থেকে ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ফুটবলারের রহস্যজনক মৃত্যু হল কলকাতায়

রেলের তরফে জানানো হয়েছে, এক চালক সেই সময় ব্রিজ ভেঙে পড়ছে দেখে এমার্জেন্সি ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেয়। না হলে ট্রেন উপর সেতু ভেঙে পড়ে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত।