সচিন পাইলট শাস্তির মুখে, সরানো হল রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে

সচিন পাইলটসচিন পাইলট

জাস্ট দুনিয়া ডেস্ক: সচিন পাইলট বিদ্রোহ ঘোষণা করায় শাস্তির মুখে পড়লেন। তাঁকে রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিল কংগ্রেস। পাশাপাশি পাইলট-কে রাজস্থান প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার এ কথা জানিয়েছেন জাতীয় কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা।

মঙ্গলবারই পাইলট-সহ কয়েক জন বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাবনা পাশ হয় জয়পুরে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে। ওই বৈঠকে ফের রাজস্থানের পরিষদীয় দলনেতা নির্বাচিত হন অশোক গহলৌত। তার পরেই সচিন পাইলট-কে সরানোর সিদ্ধান্ত হয়। সচিন পাইলটের জায়গায় গোবিন্দ সিং দোতাসরাকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করা হয়েছে বলে জানিয়েছেন সুরজেওয়ালা।


দেশের আরও খবরের জন্য এখানে ক্লিক করুন

শুধু সচিন নয়, তাঁর ঘনিষ্ঠ রাজ্যের দুই মন্ত্রী বিশ্ববেন্দ্র সিং এবং রমেশ মিনাকেও সরিয়ে দেওয়া হয়েছে। এ দিন দলের সিদ্ধান্ত ঘোষণা করে রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, ‘‘সচিন পাইলট এবং তাঁর কিছু অনুগামী বিজেপির ষড়যন্ত্রে শামিল হয়েছেন। তাঁরা রাজস্থানে মানুষের দ্বারা নির্বাচিত কংগ্রেস সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করেছেন।’’

এর পরেই তাঁর মন্তব্য, ‘‘এটা কোনও দলই মেনে নিতে পারবে না। তাই আক্ষেপের সঙ্গে এবং ভারাক্রান্ত মনে কংগ্রেসকে কিছু সিদ্ধান্ত নিয়েছে। রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সচিন পাইলট-কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল।’’


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)