আফগানিস্তানে এখনও আটকে অনেক ভারতীয়, যাঁদের হিসেব নেই

আফগানিস্তানে এখনও আটকে অনেক ভারতীয়সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি

জাস্ট দুনিয়া ডেস্ক:  আফগানিস্তানে এখনও আটকে অনেক ভারতীয় যাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। তবে কতজন এখনও যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে আটকে রয়েছেন তাঁর সঠিক সংখ্যা জানা নেই। বিদেশ মন্ত্রক বিশ্বাস করে যাঁরা দেশে ফিরতে চেয়েছিলেন তাঁদের প্রায় সকলকেই দেশে ফেরানো সম্ভব হয়েছে তবে এখনও কিছু মানুষ সেখানে রয়ে গিয়েছে। মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বললেন, ‘‘সংখ্যা প্রতিনিয়ত বদলাচ্ছে। আমাদের হিসেব বলছে বেশিরভাগ ভারতীয় যাঁরা দেশে ফিরতে চেয়েছিল তাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে। কিছু মানুষ এখনও আফগানিস্তানে রয়ে গিয়েছে। যার সঠিক সংখ্যা আমার কাছে নেই।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা পরিস্থিতির উপর সতর্কতার সঙ্গে নজর রাখছি। এটি একটি বদলাতে থাকা পরিস্থিতি।’’ তিনি জানিয়েছেন, ভারতের তরফে ছ’টি আলাদা বিমানে ৫৫০ জনকে উদ্ধার করা হয়েছে এখনও পর্যন্ত। কোনওটি কাবুল থেকে ও কোনওটি দষানবে থেকে উড়েছিল। তাঁদের মধ্যে ২৬০ জনের উপর ভারতীয়। এ ছাড়া ভারত সরকার অন্যান্য এজেন্সির সাহায্যে ভারতীয়দের উদ্ধারের দিকটিও দেখছে। তিনি জানিয়েছেন, ভারত সরকারের পক্ষ থেকে আমেরিকা, তাজিকিস্তানের মতো দেশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি বলেন, ‘‘আমরা বেশ কিছু আফগান নাগরিক এবং অন্য দেশের নাগরিকদেরও ফেরৎ আনতে পেরেছি। তাঁদের মধ্যে বেশিরভাগই শিখ ও হিন্দু। প্রাথমিকভাবে আমাদের লক্ষ্য ভারতীয়রাই, কিন্তু আমরা সেই সব আফগানদের পাশে রয়েছি যাঁরা আমাদের সাহায্য চান।’’ আফগানিস্তান থেকে ভারতে পৌঁছনো শেষ বিমানে ফিরেছেন ৪০ জন। তিনি বলেন, ‘‘আমরা খবর পাচ্ছি আফগান নাগরিকদের বিমান বন্দরে পৌঁছতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। আমরা জানি বেশ কিছু আফগান নাগরিক তার মধ্য রয়েছেন আফগান শিখ ও হিন্দু, যাঁরা বিমান বন্দরে পৌঁছতে পারেননি ২৫ অগস্ট। তাঁদের ছাড়াই আমাদের বিমানকে ফিরতে হয়।’’

তবে এখনই আফগান নাগরিকদের ভারতে শরণার্থী আখ্যা দেওয়া হচ্ছে না। বরং যাঁরা আফগানিস্তান ছেড়ে ভারতে আশ্রয় নিতে চান তাদের জন্য ৬ মাসের আপৎকালীন ই-ভিসা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ২০ বছর আগে যখন তালিবানরা আফগানিস্তান দখল করেছিল তখনও বেশ কিছু পরিবার ভারতে এসে স্থায়ী বসবাস শুরু করে। এখন তাঁরা পুরোপুরি ভারতীয়ই। এবার কোন পথে হাঁটবে ভারত সরকার সেটা ক্রমশ পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে মানুষকে সুস্থ শরীরে আফগানিস্তান থেকে বের করে আনাটাই লক্ষ্য। ইতিমধ্যেই ভারতের জন্য উজবেকিস্তান ও ইরান তাদের এয়ারস্পেস খুলে দিয়েছে। যাতে উদ্ধারকাজ করতে সুবিধে হবে বলেি মনে করা হচ্ছে।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)