ডিএ ফের ২ শতাংশ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

ডিএডিএ বাড়ল।

জাস্ট দুনিয়া ডেস্ক: ডিএ (মহার্ঘ ভাতা) আরও ২ শতাংশ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বুধবার বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেখানেই এই প্রস্তাব অনুমোদিত হয়েছে।

চলতি বছরের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই বাড়তি মহার্ঘ ভাতা কার্যকর হবে। এ বিষয়ে একটি সরকারি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশনের ফর্মুলা অনুযায়ী এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। প্রায় সাড়ে ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও প্রায় ৬২ লক্ষ পেনশন প্রাপক এর ফলে উপকৃত হবেন।

এর আগে গত মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনপ্রাপকদের মহার্ঘ ভাতা ২ শতাংশ বাড়িয়েছিল নরেন্দ্র মোদী সরকার। তখন মূল বেতন বা অবসরভাতার ৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন তাঁরা। নয়া হার কার্যকর হওয়ার পরে পাবেন ওটাই ৭ শতাংশ হয়। এ বার সেটাই দাঁড়াল ৯ শতাংশে। ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ওই বাড়তি মহার্ঘ ভাতা কার্যকর হয়।

অন-লাইনে ডার্বির টিকিট, এই প্রথম কলকাতা লিগে এই ব্যবস্থা করল আইএফএ

এ দিনের ঘোষণার ফলে কেন্দ্র ও পশ্চিমঙ্গের সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতার পার্থক্য আরও বেড়ে গেল বলে দাবি এ রাজ্য সরকারি কর্মী সংগঠনের। যদিও গত জুন মাসে আর্থিক টানাটানির মধ্যেই ১৮ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করে রাজ্য সরকার। কিন্তু তাতে খুশি ছিলেন না রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ। বিরোধী কর্মী সংগঠনগুলির অভিযোগ ছিল, ২০১৯-এর ১ জানুয়ারি যখন ১৮ শতাংশ বর্ধিত ডিএ কার্যকর হবে, মূল্যসূচক অনুযায়ী তখন কর্মচারীদের অবস্থার কোনও ইতিবাচক পরিবর্তন হবে না। এই পরিস্থিতিতে গত দু’বছরের ডিএ-ঘাটতির এরিয়ার দাবি করে বিরোধী কর্মী সংগঠনগুলি।

ওই সব সংগঠনের ব্যাখ্যা ছিল, ২০১৬ সালের ১ জানুয়ারি কেন্দ্র তাদের কর্মচারীদের ১২৫ শতাংশ মহার্ঘ ভাতা দিয়েছিল। রাজ্য কর্মীরা তখন ৮৫ শতাংশ মহার্ঘ ভাতা পেতেন। মূল্যসূচক অনুযায়ী কেন্দ্র নির্দিষ্ট সময় অন্তর ডিএ দিয়েছে। কিন্তু রাজ্য দিয়েছে প্রতি বছর বিভিন্ন হারে। রাজ্য কর্মীরা ১০০ শতাংশ ডিএ পেলেও তা কেন্দ্রীয় কর্মীদের তুলনায় অনেকটাই কম। কর্মী সংগঠনের নেতাদের অনুমান, ২০১৯-এ রাজ্য যখন ১৮ শতাংশ ডিএ দেবে, তত দিনে আরও দু’কিস্তি ডিএ দিয়ে দেবে কেন্দ্র। ফলে ব্যবধান বেড়ে দাঁড়াবে প্রায় ৫০ শতাংশ। এ দিনের কেন্দ্রীয় ঘোষণায় তেমনটাই দাঁড়াল।