একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না এনডিএ, এখনই ভোট হলে কী ফল হতে পারে জানাল জনমত সমীক্ষা

একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না এনডিএনরেন্দ্র মোদী এবং আমিত শাহ

জাস্ট দুনিয়া ডেস্ক: একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না এনডিএ, লোকসভা নির্বাচন যদি এখনই হয়, তা হলে এমনটাই হবে বলে মত উঠে এল দু’টি জনমত সমীক্ষায়।

ইন্ডিয়া টুডে-কারভি ইনসাইট সমীক্ষা বলছে, ২০১৪-র লোকসভা নির্বাচনের তুলনায় অন্তত ৯৯টি আসন কম হতে পারে কেন্দ্রের শাসক জোট এনডিএ-র। তারা পেতে পারে সব মিলিয়ে ২৩৭ টি আসন। অন্য দিকে ইউপিএ-র ১৬৭টি আসন পাওয়ার সম্ভাবনা। বাকি আঞ্চলিক দলগুলো পেতে পারে ১৪০ টি আসন। পাশাপাশি এবিপি নিউজ-সি ভোটার-এর সমীক্ষা বলছে, এনডিএ পেতে পারে ২৩৩টি আসন। ইউপিএ ১৬৭টি এবং বাকিরা ১৪৩টি আসন পেতে পারে।

যদিও এই ধরনের সমীক্ষার ফল নিয়ে মতান্তর রয়েছে। এর আগে একাধিক সমীক্ষার ফলের সঙ্গে বাস্তবের কোনও মিল পাওয়া যায়নি। আবার অনেক সময় জনমত সমীক্ষাগুলো মিলেও গিয়েছে বাস্তবের সঙ্গে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের সমীক্ষা থেকে আসলে নাগরিকদের একটা বড় অংশের ‘মুড’ বোঝা যায়। আর সেই ‘মুড’ যদি বাস্তবের সঙ্গে মিলে যায়, তা হলে আগামী লোকসভা নির্বাচনে একক বাবে সরকার গড়তে পারবে না বিজেপি।

ওই দু’টি সমীক্ষাতে ইউপিএ বলতে কংগ্রেস, এনসিপি, আরজেডি, ডিএমকে এবং জেডিএসের জোটকে বোঝানো হয়েছে। সমীক্ষায় দেখা গিয়েছে ইউপিএ-র বাইরে একটা বড় অংশ রয়ে যাচ্ছে। সেটা হল অখিলেশ যাদব, মায়াবতী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরীবালদের জোট। ওই আঞ্চলিক নেতারা যদি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নেন তা হলে বিরোধী জোটের সরকার কিন্তু নিশ্চিত।

দু’টি সমীক্ষার মতেই, উত্তরপ্রদেশে অখিলেশ-মায়াবতীর জোট বিজেপির রথকে থমকে দেবে। ফলে ইউপিএ-র ১৬৭টি আসনের সঙ্গে এসপি-বিএসপি ও তৃণমূলের প্রাপ্ত আসন ও আরও কিছু আঞ্চলিক দলের আসন যোগ করলে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে যাচ্ছে তারা।

আবার একটি সমীক্ষ জানাচ্ছে, এনডিএ-তে যদি এর পরেও নবীন পট্টনায়েক, এআইডিএমকে, চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি এবং জগন্মোহন রেড্ডির আসনগুলো যোগ করা হয়, তা হলেও সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি না-ও পৌঁছতে পারে তারা।

তবে কি এ বারের নির্বাচনের ফলে সংসদে ত্রিশঙ্কু পরিস্থিতি হতে পারে? আবারও কি জোট সরকার?

সক্রিয় রাজনীতিতে প্রিয়ঙ্কা গান্ধী, ভোটে দাঁড়াতে পারেন মা সনিয়ার রায়বরেলী থেকে

ইন্ডিয়া টুডে-কারভি ইনসাইট সমীক্ষা বলছে, ২০১৪-র লোকসভা নির্বাচনের তুলনায় অন্তত ৯৯টি আসন কম হতে পারে কেন্দ্রের শাসক জোট এনডিএ-র। তারা পেতে পারে সব মিলিয়ে ২৩৭ টি আসন। অন্য দিকে ইউপিএ-র ১৬৭টি আসন পাওয়ার সম্ভাবনা। বাকি আঞ্চলিক দলগুলো পেতে পারে ১৪০ টি আসন। পাশাপাশি এবিপি নিউজ-সি ভোটার-এর সমীক্ষা বলছে, এনডিএ পেতে পারে ২৩৩টি আসন। ইউপিএ ১৬৭টি এবং বাকিরা ১৪৩টি আসন পেতে পারে।

(দেশের আরও খবর পড়তে এখানে ক্লিক করুন)