জয় ত্রিপুরা, এই বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করলেন, শুনুন…

জয় ত্রিপুরাত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা

জাস্ট দুনিয়া ডেস্ক: জয় ত্রিপুরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণের শুরুতেই তেতে গেল ত্রিপুরার তৃণমূল কংগ্রেস সমর্থক, কর্মীরা। প্রাথমিকভাবে সভার স্থল পরিবর্তনের কথা বলা হয়েছিল ত্রিপুরা পুলিশের তরফে কিন্তু অভিষেক জানিয়ে দিয়েছেল নির্দিষ্ট স্থানেই হবে সভা। সভা শুরুর আগে সেখানে পুলিশের তৎপড়তাও দেখা যায়। কিন্তু সভা হল। আর সেই সভা থেকে বিপ্লব দেবকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। তিনি রীতিমতো আত্মবিশ্বাসের সঙ্গে বলে আসেন, ‘‘আজ খুঁটি পুজো হল তেইশে বিসর্জন।’’ এই সভা বন্ধ করার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। ঠিক আগের দিন রাজ্যে নয়া কোভিড বিধি লাগু করা হয়। ত্রিপুরায় ঢুকতে গেলে লাগবে আরটিপিসিআর টেস্ট। অভিষেক প্রশ্ন, ‘‘কিসের এত ভয়? আমাকে আটকাতে নয়া কোভিড বিধি, ১৪৪ ধারা জারির মতো ঘটনা ঘটছে।’’ শুনে নিন ত্রিপুরার সভা থেকে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়—

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)