অভিনন্দন বর্তমান দেশে ফিরলেন, ওয়াঘা-অটারী সীমান্ত পেরিয়ে ভারতে পা দিলেন তিনি

অভিনন্দন বর্তমান দেশে ফিরলেনদেশে পা দেওয়ার আগে ভারত-পাক সীমান্তে অভিনন্দন বর্তমান এবং ফারেহা বুগতি (বাঁ দিকে)।

জাস্ট দুনিয়া ডেস্ক: অভিনন্দন বর্তমান দেশে ফিরলেন প্রায় ৬০ ঘণ্টা পর। বুধবার যুদ্ধবিমান মিগ-২১ বাইসন ভেঙে পড়ার আগের মুহূর্তে তিনি প্যারাসুটে লাফ দিয়েছিলেন। পড়েছিলেন পাকিস্তানের এলাকায়। তার পর থেকে এতগুলো ঘণ্টা গোটা দেশকে উদ্বেগে রেখে পাক সেনার হাতে বন্দি ছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন। অবশেষে শুক্রবার রাত ৯টা ২১ মিনিটে ওয়াঘা-অটারী সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে পা দিলেন তিনি।

বৃহস্পতিবারই পাক পার্লামেন্টে সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করেন, শান্তির বার্তা দিতেই অভিনন্দনকে ভারতের হাতে ফিরিয়ে দেওয়া হবে। তিনি এ-ও জানিয়ে দেন, শুক্রবারই অভিনন্দনকে পাঠানো হবে ওয়াঘা-অটারী সীমান্ত পথে। সেই মতো এ দিন দুপুর থেকেই গোটা দেশ ওই সীমান্ত পথে নজর রেখে প্রহর গুনছিল। বিকেল থেকেই গোটা অটারী সীমান্ত এলাকা উৎসবের চেহারা নেয়। কিন্তু, ঘণ্টায় ঘণ্টায় পিছোতে থাকে অভিনন্দনের ফেরত আসার সময়।

শেষে রাত ৯টা ২১ মিনিট নাগাদ সীমান্তের গেটের ওপারে দেখা গেল অভিনন্দন বর্তমানকে। গোটা দেশ টেলিভিশনের পর্দায় দেখল সেই দৃশ্য। পরনে ধূসর রঙের ট্রাউজার্স। সাদা সার্ট। তার উপর পরা নীল চেকওয়ালা ব্লেজার। গোঁফটা সেই পেঁচানো অবস্থায় গালে লাগানো। এই দু’দিনে তার মুখ-গোঁফের ছবি গোটা দেশে ভাইরাল হয়ে গিয়েছে। ক্যামেরা ক্লোজে যেতেই দেখা যাচ্ছে, ডান চোখের পাশে জখমের চিহ্ন, চোখের কোণটাও টকটকে লাল।

সামনে দুই পাকিস্তানী জওয়ান, হাতে অস্ত্র। সামান্য পিছনে ধীর পায়ে হেঁটে আসছেন অভিনন্দন বর্তমান। তাঁর দু’পাশে পাক বিদেশ মন্ত্রকের ডিরেক্টর (ভারত) ফারেহা বুগতি এবং পাকিস্তানে ভারতের এয়ার অ্যাটাশে, গ্রুপ ক্যাপ্টেন জে ডি কুরিয়েন। গেট থেকে একটি দূরে দাঁড়ালেন সকলে। তার পর কয়েক সেকেন্ডের মধ্যেই ওয়াঘা-অটারী সীমান্তের গেট পেরিয়ে অভিনন্দন বর্তমান দেশে ফিরলেন, প্রায় ৬০ ঘণ্টা পর।

এ পারে তখন তাঁর অপেক্ষায় থাকা জনতা উল্লাসে ফেটে পড়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এগিয়ে গেলেন। এর পর তাঁর জন্য তৈরি বায়ুসেনার কনভয়ে চেপে অমৃতসর বিমানবন্দরের উদ্দেশে রওনা দিলেন অভিনন্দন। সেখান থেকে দিল্লি পৌঁছবেন। দু’পারের গেট তত ক্ষণে বন্ধ হয়ে গিয়েছে।

অভিনন্দনকে স্বাগত জানাতে দিল্লি থেকে অটারী সীমান্তে পাঠানো হয়েছিল বায়ুসেনার দুই এয়ার ভাইস মার্শাল, আর জি কে কাপুর এবং এস প্রভাকরণকে। পরে এয়ার ভাইস মার্শাল কাপুর জানান, সমস্ত প্রক্রিয়া মেনে অভিনন্দন বর্তমানকে ফেরত নিয়ে আসা হয়েছে। অমৃতসর পুলিশের ডেপুটি কমিশনার এস ধীলো জানিয়েছেন, দেশে ফিরে অভিনন্দন শুধু হাসছিলেন। দেশে ফিরতে পেরে উনি খুশি, বলেই জানিয়েছেন ধীলো।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

অভিনন্দন বর্তমান ঘরে ফিরছেন আজই, ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে আসবেন উইং কম্যান্ডার