মাঝ সমুদ্রে আটকে ভারতীয় নেভি অফিসার, উদ্ধার হতে আরও ১৬ ঘণ্টা

মাঝ সমুদ্রে আটকেছবি অভিলাষের ফেসবুক থেকে।

জাস্ট দুনিয়া ডেস্ক: মাঝ সমুদ্রে আটকে থাকতে হবে আরও ১৬ ঘণ্টা। অনেকটা সিনেমার মতোই ঘটনা। হঠাৎই দলছুট হয়ে আটকে পড়া কোনও পরিত্যক্ত দ্বীপে। যেখানে কেউ যায় না। সমুদ্রের জল, পোকামাকর খেয়ে খেয়ে যখন মরনাপন্ন অবস্থা তখন দুরে সমুদ্রে দেখা মিলল এক জাহাজের বা আকাশ থেকে নেমে এল উদ্ধারকারী দল। তার পর তিনি বেঁচে ফিরলেন স্বাভাবিক জীবনে।

ঠিক এমনটাই ঘটেছে অস্ট্রেলিয়া। যাঁর সঙ্গে ঘটেছে তিনি অবশ্য ভারতীয়। ভারতীয় নেভির অফিসার অভিলাষ টমি। তিনি অস্ট্রেলিয়ায় অংশ নিয়েছিলেন একটি সেলিং প্রতিযোগিতায়। যার নাম গোল্ডেন গ্লোব রেস। ভারত মহাসাগরের বুকে সেই প্রতিযোগিতার সময় আহত হন এই ভারতীয় নেভি অফিসার। ডিফেন্স মিনিস্ট্রির তরফে জানানো হয়েছে আগামী ১৬ ঘণ্টার মধ্যে তাঁকে উদ্ধার করা সম্ভব হবে। ফরাসী ভেসেল তাঁর উদ্ধারে নেমেছে।

অভিলাষ যেখানে আটকে রয়েছেন সেটা অস্ট্রেলিয়ার পার্থ থেকে ১৯০০ নটিক্যাল মাইল দূরে।  ফরসী জাহাজ ওসিরিস নেমেছে উদ্ধারকাজে। পার্থ থেকেওনেভির জাহাজ এইচএমএএস বালারাত রওনা দিয়েছে অভিলাষকে উদ্ধারের লক্ষ্যে। ভারতের আইএনএস সাতপুরা জাহাজের অভিলাষের কাছে পৌঁছতে শুক্রবার হয়ে যাবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। সেটা অনেক দেড়ি হয়ে যাবে। ততক্ষণে অনেক বিপদ হতে পারে। সমুদ্রের মাঝখানে আটকে থাকার ফলে। পার্থ থেকে অনেক দ্রুত উদ্ধারকারীরা পৌঁছতে পারবে।

রাফা‌ল যুদ্ধবিমান নিয়ে এ দেশের ভিতরেই যুদ্ধ বেধে গিয়েছে

প্রতিযোগিতা চলার সময় অভিলাষের নৌকো সমুদ্রের ঝড়ের মধ্যে পড়ে। ১৪ মিটার উঁচু ঢেউয়ের ধাক্কায় পিঠে চোট পান তিনি। ক্ষতিগ্রস্ত হয় তাঁর নৌকো। যা নিয়ে তার পক্ষে আর ফেরা সম্ভব নয়। মাঝ সমুদ্রেই আটকে রয়েছেন তিনি। তাঁর উদ্ধারের গতির দিকে নজর রাখছে নয়া দিল্লি। উদ্ধারের ব্যবস্থার দিকে নজর রাখছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার।

রবিবার সকালে ভারতীয় নেভির পি৮আই বিমান মরিশাস থেকে অভিলাষ যেখানে আটকে রয়েছে সেই জায়গাটি খুঁজে বের করে। নৌকটি দেখতে পায় তারা। যার মাস্তুল ভেঙে গিয়েছে বলে তারা জানিয়েছে। অভিলাষ তাঁর বার্তা দিয়েছেন ইমার্জেন্সি পজিশন ইন্ডিকেটিং রেডিও বেকনের মাধ্যমে। একটি বিমান ওই এলাকায় নিয়মিত খেয়াল রাখছে পরিস্থিতির উপর।

কিন্তু যা অবস্থা তাতে বিমান থেকে তাঁকে উদ্ধার করা সম্ভব নয়। অবিরত বৃষ্টির সঙ্গে রয়েছে উত্তাল সমুদ্র। তাই জাহাজ ছাড়া তাঁকে উদ্ধার রা সম্ভব নয়। গোল্ডেন গ্লোব রেস ২০১৮-তে ভারতের প্রতিনিধিত্ব করছিলেন অভিলাষ টমি। তিনিই প্রথম ভারতীয় ২০১৩তে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। যেখানে একা নৌকো নিয়ে ৩০ হাজার মাইল যেতে হয়।