দেশে এক দিনে ৮ হাজার আক্রান্ত, মৃতের সংখ্যা ছাড়াল ৫ হাজার, বিশ্বে ৭ নম্বরে ভারত

রাজ্যে ১০ হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যাকরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

জাস্ট দুনিয়া ডেস্ক: দেশে এক দিনে ৮ হাজার আক্রান্ত হলেন করোনায়। মৃতের সংখ্যাও ৫ হাজার ছাড়িয়ে গেল। মোট করোনা আক্রান্তের সংখ্যার হিসাবে গোটা বিশ্বের হিসাবে ৭ নম্বরে উঠে এল ভারত।

প্রতি দিনই রেকর্ড সংখ্যক মানুষ করোনায় সংক্রমিত হচ্ছেন দেশে। গত দু’দিন পর পর ৭ হাজার পেরিয়েছিল আক্রান্তের সংখ্যা। রবিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৮০ জন। গত ২৪ ঘণ্টায় আরও ১৯৩ জন রোগী মারা গিয়েছেন। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৫ হাজার ১৬৪। স্বাস্থ্য মন্ত্রকের হিসেবে, রবিবার সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ১৪৩।


করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে গোটা দেশে ৮৯ হাজার ৯৯৫। সুস্থ হয়ে উঠেছেন ৮৬ হাজার ৯৮৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৬১৪।

ওই পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ১৯৩ জনের মধ্যে ৯৯ জন মহারাষ্ট্রের। ২৭ জন গুজরাতের। ১৮ জন দিল্লির। ৭ জন পশ্চিমবঙ্গের।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)