মাওবাদী হামলা, উড়ে গেল নিরাপত্তারক্ষীদের গাড়ি, মৃত ৭

মাওবাদী হামলা

জাস্ট দুনিয়া ডেস্ক:  মাওবাদী হামলা, মৃত সাত। প্রথমে শোনা গিয়েছিল ছ’জনের মৃত্যু হয়েছে। কিন্তু পরে জানা যায়  ছ’জন নিরাপত্তারক্ষীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আর একজনের মৃত্যু হয় হাসপাতালে পৌঁছনোর পর। গুরুতর আহত অবস্থায় দু’জনের চিকিৎসা চলছে।

ছত্তীসগড়ের দান্তেওয়াড়ার ঘটনা। চোলনার গ্রামের মধ্যে নিরপত্তারক্ষীদের গাড়িটি যাচ্ছিল। সেই রাস্তাতেই পেতে রাখা হয়েছিল ল্যান্ড মাইন। ল্যান্ড মাইনের উপর গাড়ির চাকা পড়তেই প্রচন্ড জোড়ে বিস্ফোরণে উড়ে যায় নিরাপত্তারক্ষীদের গাড়ি। সাত জনের মৃত্যুর সঙ্গে আহত হয়েছে দু’জন।

যে সাত জনের মৃত্যু হয়েছে তার মধ্যে তিন জন ছত্তীসগড় আর্মড ফোর্সের। দু’জন জেলা পুলিশ ফোর্সের। একজন গুরুতর আহতকে বিমানে নিয়ে যাওয়া হয়েছিল রায়পুরের হাসপাতালে। সেখানে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। অ্যান্টি নক্সাল ইউনিটের ডিআইজি বলেন, ‘‘এখনও পর্যন্ত যা খবর তাতে ছ’জনের মৃত্যু হয়েছে। সার্চ অপরাশেন চলছে।’’

নিরাপত্তারক্ষীদের গাড়ি ল্যান্ড মাইনে উড়িয়ে দেওয়ার পর তাঁদের কাছে যা অস্ত্র ছিল সবটাই লুঠ করে নিয়েছে মাওবাদীরা। তার মধ্যে ছিল পাঁচটি অটোমেটিক রাইফেল। কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং টুইট করে বলেন, ‘‘ছত্তীসগড়ের দান্তেওয়াড়ায় যে ভাবে আইইডি বিস্ফোরণে পুলিশদের মৃত্যু হয়েছে তাতে আমি মর্মাহত। শহীদদের পরিবারের সঙ্গে আছি।’’

ওই রাতে শম্পার দেহ পড়েছিল সিঁড়ির উপর