কোভিডের তৃতীয় ঢেউ আসন্ন, সতর্ক করল চিকিৎসক সংগঠন আইএমএ

কোভিডের তৃতীয় ঢেউ আসন্নকোভিডের তৃতীয় ঢেউ আসন্ন

জাস্ট দুনিয়া ডেস্ক: কোভিডের তৃতীয় ঢেউ আসন্ন, এই মর্মে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে সতর্ক করল চিকিৎসকদের জাতীয় সংগঠন আইএমএ (ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন)। সরকারের কাছে করা আবেদনে তারা জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় জনসাধারণ এবং প্রশাসনের একাংশের মধ্যে আত্মতৃপ্তি দেখা দিয়েছে। এটা অত্যন্ত বেদনাদায়ক। কোভিডের তৃতীয় ঢেউ আসন্ন, সেই সময় এমন গা-ছাড়া মনোভাব বড়সড় বিপদের মুখে ঠেলে দিতে পারে। সম্প্রতি করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রবল রূপ দেখেছে গোটা দেশ। তৃতীয় ঢেউ তার থেকেও ভয়ানক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আইএমএ।

আশঙ্কার কথা একটি বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছে আইএমএ। সেখানে লেখা হয়েছে, ‘বিশ্বের নানা প্রান্তের উদাহরণ এবং যে কোনও অতিমারির ইতিহাস থেকে এটা স্পষ্ট যে, করোনার তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী এবং আসন্ন। বেদনাদায়ক ভাবে এটা সত্যি, দেশের বিভিন্ন জায়গায় প্রশাসন থেকে সাধারণ মানুষ— কেউই করোনা বিধি মেনে চলছে না। আত্মতৃপ্তিতে ভুগে জনসমাবেশ করতেও দ্বিধা নেই অনেক জায়গায়।’

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ঘুরতে যাওয়া, তীর্থভ্রমণ, ধর্মীয় অনুষ্ঠান— এ সব প্রয়োজনীয় হলেও আরও কয়েক মাস অপেক্ষা করা যেতে পারে। কিন্তু টিকাকরণ শেষ হওয়ার আগেই এই ধরনের জমায়েত সুপার স্প্রেডার হিসাবে কাজ করবে। যা অবধারিত ভাবে ডেকে আনবে করোনার তৃতীয় ঢেউকে। কোভিডের তৃতীয় ঢেউ আসন্ন যখন, তখন এ সব থেকে বিরত থাকা উচিত। টিকাকরণ ছাড়াই জনসমাবেশে অনুমতি দেওয়া হলে তা তৃতীয় ঢেউকে নিশ্চিত ভাবে ত্বরাণ্বিত করবে। আগামী দু-তিন মাসের মধ্যেই তা আছড়ে পড়বে। এই সময়ে আমাদের আরও সচেতন হওয়া জরুরি।’

এক জন করোনা আক্রান্তের চিকিৎসার জন্য যে খরচ, তার অভিঘাত অর্থনীতিতে প্রভাব ফেলে প্রবল ভাবে। তবে সেই অভিঘাত এই ধরনের জনসমাগম থেকে অর্থনৈতিক ক্ষতির চেয়ে অনেক বেশি। কাজেই এই ধরনের জনসমাগমকে এড়ানোর পরামর্শ দিয়েছে আইএমএ। চিকিৎসকদের ওই সংগঠনটির মতে, গত দেড় বছরের অভিজ্ঞতা থেকে এটা স্পষ্ট, করোনার তৃতীয় ঢেউয়ের অভিঘাত বিশ্বব্যাপী টিকাকরণ এবং কোভিড প্রোটোকল মেনে চললে অনেকটাই প্রশমিত করা সম্ভব। সে কারণেই আগামী ২-৩ মাস কোনও ধরনের ঝুঁকি না নেওয়ার পরামর্শই কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলিকে দিয়েছে আইএমএ।


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)