আহমদনগর হাসপাতালে আগুন, আইসিইউ-তে ১০ করোনা রোগী মৃত

আহমদনগর হাসপাতালে আগুন

জাস্ট দুনিয়া ডেস্ক: আহমদনগর হাসপাতালে আগুন লাগে। শনিবার এই আগুনের জেরে ওই হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ১০ করোনা রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের বাণিজ্যনগরী মুম্বই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে আহমদনগরের সিটি সিভিল হাসপাতালে শনিবার ভোরে ওই আগুন লাগে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। পরে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ে। প্রাথমিক তদন্তে পুলিশ ও দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আহমদনগর হাসপাতালে আগুন লাগে।

এই আগুন লাগার ফলে প্রবল ধোঁয়ায় ভরে যায় হাসপাতাল চত্বর। এসি ডাক্টের মাধ্যমে শ্বাসরোধ হয়ে আইসিইউতে থাকা ১০ রোগীর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। খবর পেয়েই দ্রুত উদ্ধারের কাজ শুরু করেন পুলিশ ও দমকলকর্মীরা। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।

গত এপ্রিলে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারের কোভিড হাসপাতালে শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছিল। ওই ঘটনায় আইসিইউ-তে চিকিৎসাধীন ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল। এর আগে ২০১১ সালে কলকাতার আমরি হাসপাতালে আগুন লাগে। সে বার একশোর কাছকাছি রোগীর মৃত্যু হয়।


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)