স্কুল বাস পিছলে খাদে পড়ে মৃত ২৭ শিশু পড়ুয়া

স্কুল বাসখাদে পড়ে রয়েছে স্কুল বাস।

জাস্ট দুনিয়া ডেস্ক: স্কুল বাস পিছলে খাদে পড়ে গিয়ে মৃত্যু হল ২৭ জন পড়ুয়ার। স্কুল থেকে পড়ুয়াদের নিয়ে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার পথে সোমবার বিকালে হিমাচল প্রদেশের কাংড়া জেলার নুরপুরে ওই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সরু পাহাড়ি রাস্তায় জোরে বাস চালাতে গিয়ে কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক। তারই খেসারত দিতে হয়েছে ওই পড়ুয়াদের। মারা গিয়েছেন ওই বাসচালকও। এ দিন রাত পর্যন্ত উদ্ধার কাজ চলছে। খাদের মধ্যে পড়ে থাকা দুমড়েমুচড়ে যাওয়া ওই বাসে এখনও বেশ কয়েক জন পড়ুয়া আটকে রয়েছে বলে উদ্ধারকারীদের ধারণা।

মুখ্যসচিবের সঙ্গে কথা হয়েছে। স্থানীয়দের সঙ্গে নিয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে।
মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।

রাজধানী শিমলা থেকে নুরপুর অন্তত ২২০ কিলোমিটার দূরে। এ দিন বিকালে সেখানকার ‘ওয়াজির রাম সিংহ পাথনিয়া মেমোরিয়াল পাবলিক স্কুল’ থেকে বাসে করে বাড়ি ফিরছিল পড়ুয়ারা। পথে পড়ুয়া-ভর্তি বাসটি পিছলে গভীর খাদে প্রায় ১০০ ফুট তলায় পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৭ জনের। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও খবর দেওয়া হয়। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ঘটনাস্থল তেকে আহত পড়ুয়াদের পঠানকোটের হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল নূপুর থেকে পঠানকোটের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার।

পড়ুয়াদের বেশির ভাগই পড়ত ক্লাস ফাইভে। বাকিরা তারও নীচের ক্লাসে। বাস কাদে পড়ার খবর পেয়েই মুখ্যসচিবের কথা বলেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। এ দিন তিনি বলেন, ‘‘মুখ্যসচিবের সঙ্গে কথা হয়েছে। স্থানীয়দের সঙ্গে নিয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে।’’ কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি মৃত পড়ুয়াদের পরিবার পিছু পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন। ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারত থেকে নেপালের ট্রেন

জেলা পুলিশ সুপার সন্তোষ পাটিয়াল জানিয়েছেন, ওই বাসে ৪৫ জন পড়ুয়া ছিল। তাদের বেশির ভাগেরই বয়স দশের নীচে। মৃত ২৭ জনের মধ্যে বাসটির চালকও রয়েছেন।