সিবিএসই প্রশ্ন ফাঁসে নয়া মোড়, নতুন করে হবে পরীক্ষা

প্রশ্ন ফাঁসপ্রশ্ন ফাঁস

জাস্ট দুনিয়া ডেস্ক:  সিবিএসই প্রশ্নপত্র ফাঁসের পর নতুন পরীক্ষার দিন ঘোষণা। দ্বাদশ শ্রেণিতে হবে নতুন করে অর্থনীতির পরীক্ষা। ২৫ এপ্রিল দেশ জুড়ে এই পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে দিল বোর্ড। দশম শ্রেণির অঙ্কের পরীক্ষা কবে হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হল না। দু’দিন আগে সিবিএসই-র প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া নিয়ে উত্তাল হয়েছিল দেশ। বিশেষ করে উত্তর ভারত। দু’দিনের মধ্যেই নতুন পরীক্ষার দিন ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় শিক্ষা সচিব অনিল স্বরূপ।

তিনি জানিয়েছেন, তদন্তের পর জানা গিয়েছে দশম শ্রেণির অঙ্কের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল শুধুমাত্র দিল্লি এ হরিয়ানায়। যদি নতুন করে এই পরীক্ষা নেওয়া হয় তাহলে সেটা এই দুই রাজ্যেই হবে। আগামী ১৫ দিনে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেটা জুলাইয়ের আগে হওয়ার সম্ভবনা নেই। যা খবর তাতে, ফাঁস হয়ে যাওয়া প্রশ্নপত্র শুধু দিল্লিতেই প্রায় ১০০০ ছাত্রছাত্রীর কাছে পৌঁছে গিয়েছিল।

যদিও অনাবাসী ছাত্রছাত্রীদের এর বাইরে রাখা হচ্ছে। প্রশ্ন ফাঁস কাণ্ডে দিল্লিতে ১৮ জন পড়ুয়া ও ৫ জন প্রাইভেট শিক্ষককে জেরা করা হয়েছে। ঝাড়খণ্ডেও ৬ পড়ুয়াকে আটক করা হয়েছে। কিন্তু প্রশ্ন ফাঁসের তথ্য যে আগেই পৌঁছে গিয়েছিল সিবিএসই কর্তৃপক্ষের কাছে। তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমিক তদন্তের পর জানা গিয়েছে ২৮ মার্চ পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়েছিল তার আগে রাত ১টা ৪০ মিনিটেই প্রশ্ন ফাঁসের তথ্য পৌঁছে গিয়েছিল সিবিএসই কর্তৃপক্ষের কাছে।

কান্নায় ভেঙে পড়লেন স্মিথ, ক্ষমা চাইলেন ব্যানক্রফট-ওয়ার্নার

তাহলে প্রশ্ন উঠছে, কেন পর দিন পরীক্ষা বন্ধ করে দেওয়া হল না। কেনই বা সব জেনে চুপ করে থাকল কর্তৃপক্ষ।  প্রশ্ন ফাঁস নিয়ে দুটো এফআইআর হয়েছে। পুলিশ জানিয়েছে কম করে ১০টি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নপত্র পৌঁছে গিয়েছিল।সেই সব গ্রুপ অ্যাডমিনদের সঙ্গেও কথা বলবে পুলিশ। ২৮ মার্চের আগে ২৫ মার্চ ছিল অর্থনীতির পরীক্ষা। সেই প্রশ্নপত্র তার আগেই ফাঁস হয়ে গিয়েছিল। ২৩ মার্চ ফ্যাক্সের মাধ্যমে সেই খবর পৌঁছেছিল কর্তৃপক্ষের দফতরে। কোনও ক্ষেত্রেই পরীক্ষা বাতিল বা প্রশ্নপত্র বদলের কথা ভাবেনি কর্তৃপক্ষ।

যে ফ্যাক্সে এই অভিযোগ তোলা হয়েছিল তার ইঙ্গিত ছিল কোচিং সেন্টারগুলোর দিকে। যেখানে স্পষ্ট করেই বলা হয়েছিল বেশ কিছু কোচিং সেন্টার ও দু’টি স্কুল এই পুরো ঘটনাটির সঙ্গে যুক্ত রয়েছে। এবং পরীক্ষার আগের দিন যে প্রশ্ন ফাঁসের তথ্য দেওয়া হয়েছিল তার সঙ্গে প্রশ্নপত্রের ১২টি ছবিও দেওয়া ছিল। বৃহস্পতিবার পুলিশ ১১জন ছাত্রছাত্রী ও সাতজন কলেজ পড়ুয়ারকে জেড়া করেছে। সিবিএসই-এর পরীক্ষার দায়িত্বে যিনি ছিলেন তাঁকেও চার ঘণ্টা ধরে জে়ড়া করা হয়েছে।