সিবিআইয়ের হাতে গ্রেফতার চিদম্বরমের ছেলে কার্তি

অভিযোগ ছিল আর্থিক কেলেঙ্কারির। আর সেই অভিযোগেই বুধবার চেন্নাই থেকে গ্রেফতার করা হল প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে তথা কংগ্রেস নেতা কার্তি চিদম্বরমকে। লন্ডন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে এ দিন সকালে চেন্নাই বিমানবন্দরে নেমেছিলেন কার্তি। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে সিবিআই।

সিবিআইয়ের অভিযোগ, আইএনএক্স মিডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানিকে বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছিলেন কার্তি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী তখন তাঁর বাবা পি চিদম্বরম। সেটা ২০০৭ সাল। কেন্দ্রে ক্ষমতায় ইউপিএ সরকার। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সেই সময় আইএনএক্স মিডিয়া প্রাইভেট লিমিটেডে প্রায় ৩০৫ কোটি টাকা বিনিয়োগ হয়। আর বেআইনি ওই বিনিয়োগে সাহায্য করেছিলেন কার্তি। এবং সে জন্য বেশ কয়েক কোটি টাকা নাকি দেওয়া হয়েছিল তাঁর কোম্পানিকে। এই অভিযোগ তুলে গত বছরের মে মাসে একটি এফআইআর দায়ের হয় তাঁর নামে। তল্লাশি চলে তাঁদের একাধিক বাড়ি এবং অফিসে। লুকআউট নোটিস জারি হয় কার্তির বিরুদ্ধে। আইএনএক্স মিডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানিটি আসলে শিনা বরা হত্যা মামলায় অভিযুক্ত পিটার মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ইন্দ্রাণীর নামে। পিটার সেই সময় মিডিয়া ব্যারন নামে পরিচিত ছিলেন।

কার্তিকে গ্রেফতারের পর চেন্নাইতে তাঁকে বেশ কিছু ক্ষণ জেরা করা হয়। এ দিনই তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে বলে খবর।