রঙের জের, বার পঞ্চাশেক ছুরির কোপ তরুণকে!

গায়ে রং-বেলুন ছোড়ার ‘অপরাধে’ এক নাবালককে পেটাচ্ছিল কয়েক জন যুবক। তারই প্রতিবাদ করায়, ওই যুবকেরা আশিস নামে বছর পঁচিশের এক তরুণকে ছুরি দিয়ে কোপানোর পাশাপাশি বেধড়ক পিটিয়েছে লোহার রড দিয়ে। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণ এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
হোলির আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার বিকালে দিল্লির খানপুর এলাকায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ এখনও পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দিন বিকেল ৪টে নাগাদ জিম করে বাড়ি ফিরছিলেন আশিস। তখনই দুগ্গল কলোনির কাছে একটি বাইক তার সামনে এসে দাঁড়ায়। দুই যুবক বাইক থেকে নেমে আশিসকে ধাক্কাধাক্কি করতে থাকে। এর মধ্যেই ওখানে জড় হয়ে যায় গোটা দশেক বাইক। প্রায় ২০ জন যুবক মিলে আশিসকে মারতে থাকে। লোহার রড দিয়ে মারার পাশাপাশি তাঁকে বারংবার ছুরি দিয়ে আঘাত করা হয়। গোটা ঘটনাটাই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনা দেখে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। অভিযোগ, খবর দেওয়ার প্রায় ১ ঘণ্টা পর পুলিশ এসে রাস্তায় পড়ে থাকা আশিসকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে এখন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন আশিস। চিকিৎসকেরা জানিয়েছেন, আশিসের শরীরে প্রায় ৫০ জায়গায় ছুরির আঘাত রয়েছে।
ঘটনার সূত্রপাত ওই দিন সকালে। আশিসের এক প্রতিবেশীর বাচ্চা ছেলে রাস্তা দিয়ে যাওয়া একদল যুবকের গায়ে রং-বেলুন ছোড়ে। গায়ে রং লেগে যাওয়ায় তারা তেড়ে এসে ওই ছেলেটিকে মারধর করে। সেই সময় বাচ্চাটিকে ঠেকাতে যায় আশিস। তাতেই আশিসের উপর ক্ষেপে যায় তারা। তখনকার মতো চলে গেলেও, ওই দিন বিকালে ফের দলবল নিয়ে তারা আশিসের উপর চড়াও হয়।