প্লেনারি: বিজেপি কৌরব, কংগ্রেস পাণ্ডব, বললেন রাহুল

জাস্ট দুনিযা ডেস্ক: এ যেন এক অন্য রাহুল গান্ধী। বড়ই স্থিতধি। আক্রমণ একেবারে শানানো। সেই নিশানা থেকে কেউই বাদ যাচ্ছেন না। বিজেপির সর্বভারতীয় সম্পাদক অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকেই তুলোধনা করছেন। জানিয়ে দিচ্ছেন, কংগ্রেস বাঁচাতে কোনও কিছু সিদ্ধান্ত নিতে তিনি পিছপা হবেন না। বুঝিয়ে দিচ্ছেন, কংগ্রেসের সঙ্গে বিজেপি-র কয়েকশো যোজনের ফারাক।

রবিবার কংগ্রেসের চুরাশিতম প্লেনারি অধিবেশনের দ্বিতীয় এবং সমাপ্তি অনুষ্ঠান ছিল। সেখানে দেখা গেল অন্য মেজাজের এই রাহুলকে। প্রায পঞ্চাশ মিনিট ভাষণ দেন রাহুল। সেখানে একাধিক বিষয়ে মন্তব্য করেন তিনি। কখনও নাম না করে তিনি বিজেপি সভাপতি অমিত শাহকে ‘খুনি’ বলে তোপ দেগেছেন, তো কখনও বিজেপিকে বলেছেন ওরা আসলে অর্গানাইজেশনের কথা বলে, আর নেশনের কথা বলে কংগ্রেস। বিজেপির সঙ্গে তিনি কৌরবদের তুলনাও করেন। আর পাণ্ডব, কংগ্রেস। কেন? সে ব্যাখ্যাও দিয়েছেন রাহুল।

রাহুল গান্ধী

রাহুল এ দিন বলেন, কুরুক্ষেত্র যুদ্ধে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে লড়াই হয়। সেখানে মিথ্যা এবং ক্ষমতার আশ্রয় নিযেছিল কৌরবরা। কিন্তু, সত্যের পথে হেঁটে জয় এসেছিল পাণ্ডবদের। এ কালে কুরুক্ষেত্রে বিজেপি কৌরব. আর সত্যের পথে হাঁটছে পাণ্ডব কংগ্রেস। বিজেপি তাদের সভাপতি এক জন খুনিকে করতেই পারে। কিন্তু, কংগ্রেসে এমনটা হলে মানুষ মেনে নেবে না। এমনটাই মত রাহুলের।

গৌরী লঙ্কেশ, কালবুর্গিদের কথা উল্লেখ করে করাহুল এ দিন বলেন, বিজেপি ওদের চুপ করতে বলেছিল। করেননি বলে মেরে দিযেছে। তিনি এ দিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিপ্লব নিয়েও কথা বলেছেন। পাশাপাশি তিনি কংগ্রেস প্রসঙ্গে বলেন, আমাদের দলে নেতা ও কর্মীদের মধ্যে একটা দেওয়াল রযেছে। সেটা যত্ন করে ভাঙতে হবে। এবং ভালবাসার সঙ্গে তিনিই ভাঙবেন বলে জানিযেছেন।

প্লেনারি থেকেই কংগ্রেসের ভোলবদল?

এ দিনের অনুষ্ঠানে এই রাহুলকে দেখে চমকে গিয়েছেন দলের প্রবীণরা। নবীনরাও তাঁকে স্বাগত জানিযেছেন। মা সনিয়া গান্ধীও প্রশংসা করেছেন রাহুলের। এ দিন রাহুল সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথাও বলেছেন। তিনি বলেছেন, আপনারা হাত খুলে লিখুন। কংগ্রেসের সমালোচনা করুন। কংগ্রেসের হাত আপনাদের রক্ষা করবে। মোদীকে আক্রমণ করে তিনি এ দিন বলেন, কৃষকরা এ দেশে না খেতে পেয়ে মরছেন, আর প্রধানমন্ত্রী দেশবাসীকে বলছেন, যোগা করুন।

তবে অমিত শাহকে খুনি বলায় প্রতিবাদ করেছেন বিজেপি নেত্রী তথা দেশের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, অমিত খুনি নন। এ রায় আদালত দিয়েছে। কংগ্রেস উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এমন মন্তব্য করছে।