ফাঁসি চাই অপরাধীদের, বলছেন আসিফার বাবা

ফাঁসিআসিফাকে ধর্ষণ ও খুনের শাস্তি ফাঁসি, দাবি তার বাবার।

জাস্ট দুনিয়া ডেস্ক: অপরাধীদের ফাঁসি চাইছেন বাবা। ৫৪ বছরের ওই মানুষটির ছোট্ট মেয়েকে একদল লোক নিষ্ঠুর ভাবে খুন করেছিল। তার আগে করা হয়েছিল লাগাতার ধর্ষণ।

তিনি কাঠুয়ায় ধর্ষিতা আট বছরের ছোট্ট মেয়ে আসিফার বাবা। তাঁর মেয়ের সঙ্গে যা হয়েছে, তাতে ক্ষোভে, রাগে উত্তাল গোটা দেশ। কিন্তু, যাযাবর সম্প্রদায়ের ওই মানুষটি এখন চাইছেন, তাঁর মেয়ের উপর লাগাতার অত্যাচার করা অপরাধীদের চরম শাস্তি, ফাঁসি।

এ বছরের জানুয়ারি মাসে তাঁর ছোট্ট মেয়েটি ঘোড়া চরাতে গিয়ে আর ফেরেনি। পরে, একটি জঙ্গল থেকে সেই আসিফার দেহ উদ্ধার হয়। তাকে অপহরণ করে কয়েক দিন গণধর্ষণ  করা হয়। খুন করে তার দেহ ফেলে রাখা হয়েছিল কাঠুয়ার  জঙ্গলে।

এ বছরের জানুয়ারি মাসে তাঁর ছোট্ট মেয়েটি ঘোড়া চরাতে গিয়ে আর ফেরেনি। পরে, একটি জঙ্গল থেকে সেই আসিফার দেহ উদ্ধার হয়।

অপরাধীদের ধরতে জম্মু-কাশ্মীর পুলিশ গড়িমসি করেছিল বলে অভিযোগ ওঠে। আট অভিযুক্তের মধ্যে এখনও সবাই ধরাও পড়েনি। তাদের প্রত্যেকের ফাঁসি চান আসিফার বাবা। কাঠুয়া জেলার রিসানা গ্রামে থাকতেন। মেয়ের সহ্গে অমনটা হওয়ার পর থেকে তাঁরা গোটা পরিবার সেই গ্রাম ছেড়ে এখন অন্যত্র রয়েছেন। সংবাদ মাধ্যমকে শুধু জানিয়েছেন, মেয়েকে যারা গণধর্ষণ এবং খুন করেছে তাদের ফাঁসি হোক। বলেছেন, ওদের ফাঁসিই একমাত্র তাঁদের শান্তি দেবে।

আসিফা কাণ্ডে মুখ খুললেন রাহুল-ভিকে

দোষীদের ফাঁসি চান মেয়েটির মা। তাঁদের অভিযোগ, কাঠুয়ার স্থানীয় বিজেপি নেতাদের যেমন উদ্যোগী হওয়ার কথা ছিল, তেমনটা দেখা যায়নি। অভিযুক্তদের আড়াল করার পাশাপাশি তাদের সমর্থনে গত মার্চ মাসে মিছিলও পর্যন্ত করেছিলেন তাঁদের একটা অংশ। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, দোষীদের কেউ ছাড় পাবে না। এর পরেই জম্মু-কাশ্মীর সরকারের দুই মন্ত্রী ইস্তফাপত্র জমা দেন। ফলে, প্রবল চাপে মেহবুবা মুফতির সরকারও। মেহবুবার ভাই এ সব নিয়ে বিরূপ মন্তব্য করাতেও অস্বস্তি আরও বেড়েছে। বিষয়টি নিয়ে মেহবুবাকে বিঁধেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও।

দোষীদের ফাঁসি চান মেয়েটির মা। তাঁদের অভিযোগ, কাঠুয়ার স্থানীয় বিজেপি নেতাদের যেমন উদ্যোগী হওয়ার কথা ছিল, তেমনটা দেখা যায়নি।

তবে, এত কিছুর মধ্যেও জম্মু-কাশ্মীরে বিজেপি-পিডিপি জোট নিয়ে অনড় বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। দোষীদের কঠোর শাস্তির কথা বলেছেন বটে স্বরাস্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। কিন্তু, তিনি এ-ও জানিয়ে দিয়েছেন, জম্মু-কাশ্মীরে মেহবুবা মুফতির পিডিপি-র সঙ্গেই হাত ধরে চলবে বিজেপি। এই পরিস্থিতিতে শনিবার রাজ্যের সব নেতা-মন্ত্রী-বিধায়কদের সঙ্গে নিয়ে বসেছিলেন মেহবুবা মুপতি। সেই বৈঠকে ঠিক কী হয়েছে, তা এ দিন সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি।

তবে, দোষীদের ফাঁসি তথা চূড়ান্ত শাস্তির দাবিতে সরব হয়েছে দেশের একটা বিরাট অংশ।