নীরবদের পাসপোর্ট সাসপেন্ড, না ফিরলে হবে বাতিল

কোথায় আছেন নীরব মোদী? এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে, তিনি যে এ দেশে নেই সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার।
সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা নাকি নীরবকে নিউ ইয়র্কে দেখতে পেয়েছেন। ম্যা‌নহাটনে ওই হোটেলের কাছেই তাঁর হিরের শোরুম রয়েছে। অথচ ভারতীয় গোয়েন্দারা এখ‌নও তাঁর টিঁকিটিও ছুঁতে পারেননি। তাঁরা নাকি ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করেছেন।
ইতিমধ্যেই সিবিআই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা প্রতারণার দায়ে তদন্ত শুরু করেছে নীরব মোদী এবং তাঁর সংস্থার বিরুদ্ধে। ইডি-র মতো তদন্তকারী সংস্থা নীরবের বাড়ি এবং শোরুম মিলিয়ে প্রায় ১৭টি জায়গায় তল্লাশি চাল‌িয়েছে। যত ক্ষণ না পর্যন্ত প্রতারণা করা অর্থের সম পরিমাণ জিনিস সে সব জায়গা থেকে উদ্ধার করা হচ্ছে, তত ক্ষণ ওই তল্লাশি অভিযান চলবে বলে জানা গিয়েছে।
শুক্রবার সিবিআই জানিয়েছে, নীরব এবং তাঁর পরিবারের অন্য সদস্যদের পাসপোর্ট সাসপেন্ড করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে যদি তাঁরা দেশে না ফেরেন বা তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ না করেন, তবে ওই পাসপোর্ট বাতিল করে দেওয়া হবে। তাদের দাবি, তারা তদন্ত শুরুর করার আগের দিন অর্থাৎ গত ১ জানুয়ারিই নাকি দেশ ছেড়ে পালিয়ে যান নীরব মোদী।