ত্রিপুরায় ফের মানিক-সরকার? মরিয়া বিজেপি

সাতসকাল থেকেই ভোট শুরু হয়ে গিয়েছে। বেলা ১১টা নাগাদ ভোট দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার।

রাজ্যে টানা ২৫ বছর ধরে রয়েছে বাম সরকার। আরও এক বার ক্ষমতায় ফেরার লক্ষ্যে তারা।

রাজ্যের ৫৯টি বিধানসভা আসনের ৩ হাজার ২১৪টি ভোটগ্রহণ কেন্দ্রে ২৫ লক্ষ ৩৬ হাজার ৫৮৯ জন ভোটার ভোট দিচ্ছেন।

সিপিএম প্রার্থীর মৃত্যুতে চড়ালাম বিধানসভা কেন্দ্রে ভোট স্থগিত থাকছে। আগামী ৩ মার্চ মেঘালয় ও নাগাল্যান্ডের সঙ্গে ত্রিপুরারাও ভোট-গণনা। তার পরে ১২ মার্চ চড়ালামে উপনির্বাচন।

এ বার উত্তর-পূর্বের এই ছোট্ট রাজ্যের বিধানসভা ভোট নিয়ে নজিরবিহীন উত্তেজনার কারণ বিজেপি-র উত্থান। ঢালাও টাকা খরচা করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে হাজির করে ত্রিপুরায় নিজেদের পক্ষে হাওয়া তুলতে মরিয়া হয়েছে বিজেপি-আইপিএফটি জোট।