ট্রেকিং করে ফেরার পথে দাবানলে পুড়ে মৃত ৯

বেশির ভাগই আগুন দেখে ভয় পেয়ে ঝাঁপ দেয়।বেশির ভাগই আগুন দেখে ভয় পেয়ে ঝাঁপ দেয়

জাস্ট দুনিয়া ডেস্ক: সকলে মিলে গিয়েছিল ট্রেকিং করতে। কিন্তু, ফেরার পথে জঙ্গলে দাবানল লেগে যায়। আর দাবানলের সেই আগুনেই প্রাণ গেল ৯ পড়ুয়ার।

নারী দিবস উদ্‌যাপনে ৩৯ জনের একটি দল তামিলনাড়ুর থেনি জেলার কুরাঙ্গনি পাহাড়ে ট্রেকিং করতে গিয়েছিল। ওই দলে ২৫ জন মহিলা এবং তিনটি শিশু ছিল। ট্রেকিং করে ফেরার পথে পাহাড়ি ওই জঙ্গলে দাবানল লেগে যায়। ওই দলেরই এক জন তাঁর বাড়িতে প্রথমে ফোন করে খবর দেয়। তার পর উদ্ধারে নামে প্রশাসন। উদ্ধার হওয়া পড়ুয়াদের বেশির ভাগেরই অবস্থা আশঙ্কাজনক।

বায়ুসেনার হেলিকপ্টার উদ্ধারকাজে নেমেছে বলে জানা গিয়েছে। চেন্নাই ট্রেকিং ক্লাব ওই অভিযানের আয়োজন করেছিল। বেশির ভাগই আগুন দেখে ভয় পেয়ে লাফিয়ে ঝাঁপ দেয়।

মুখ্যমন্ত্রী ই পলানীস্বামী জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। স্থানীয়রাই প্রাথমিক ভাবে উদ্ধারের কাজ শুরু করেন। রবিবার সকাল বেলা ট্রেকিং শেষে ওই অভিযানের দলটি নীচে নেমে আসছিল।