টুকলি করার অভিযোগে এক হাজার পরীক্ষার্থীকে বহিষ্কার

ফের বিহার। আবারও একদল পরীক্ষার্থীর বিরুদ্ধে উঠল নকল করার অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতে প্রায় ১ হাজার ছাত্রছাত্রীকে বহিষ্কার করল বিহার বোর্ড।

ওই বোর্ডের চেয়ারম্যান আনন্দ কিশোর শনিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শুক্রবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় নকল করতে গিয়ে বহু ছাত্রছাত্রী ধরা পড়েছেন। তাঁদের মধ্যে প্রায় ১ হাজার জনকে বহিষ্কার করা হয়েছে। ধরা পড়েছে ২৫ জন ভুয়ো পরীক্ষার্থীও। তাঁদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। যে সব অভিভাবকেরা ছেলেমেয়েদের জন্য এই সব ভুয়ো পরীক্ষার্থীদের সাহায্য নিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে এফআইআর।

২০১৬-য় এই বিহারেই উচ্চমাধ্যমিক পরীক্ষার দুর্নীতি গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল। প্রশ্ন উঠেছিল বিহারের শিক্ষাব্যবস্থার মান নিয়ে। ওই পরীক্ষার টপার রুবি রাইকে করা সংবাদ মাধ্যমের কয়েকটি প্রশ্ন টলিয়ে দেয় রাজ্যের শিক্ষা ব্যবস্থার মানকে।