ছত্তীসগঢ়ে এনকাউন্টারে শীর্ষ নেতা-সহ মৃত ১০ মাওবাদী

তেলঙ্গানা-ছত্তীসগঢ় সীমানায় এনকাউন্টারে মারা গেলেন শীর্ষ নেতা হরিভূষণ-সহ অন্তত ১০ জন মাওবাদী। শুক্রবার সকালের ওই গুলিযুদ্ধে প্রাণ
হারিয়েছেন এক জওয়ানও। এ দিন সকালে যৌথ বাহিনী মাওবাদীদের বিরুদ্ধে একটি অভিযান চালায়। সেই অভিযানে ছিল অন্ধ্র এবং তেলঙ্গানা থেকে যাওয়া অ্যান্টি-মাওবাদী গ্রেহাউন্ড টিম এবং ওডিশা, ছত্তীসগঢ় এবং মহারাষ্ট্রের বিশেষ পুলিশ বাহিনী। ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুর থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরের পূজারী কাঁকরে ওই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন অ্যান্টি নকশাল অপারেশনের স্পেশাল ডিজি ডিএম অবস্তী।
অভিযান চলাকালীন নিরাপত্তাবাহিনীর তিন জওয়ান গুরুতর জখম হন। তাঁদের ভদ্রচালাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনে রায়পুরে নিয়ে আসা হতে পারে। পুলিশের দাবি, ওই এনকাউন্টারে শীর্ষ মাওবাদী নেতা হরিভূষণ ওরফে জগনের মৃত্যু হয়েছে। বাকি ৯ জনকে এখনও শনাক্ত করা যায়নি বলেই পুলিশ জানিয়েছে।