চিৎকারে মুলতুবি সংসদ, অনাস্থা অস্বস্তিতে বিজেপি

অনাস্থা প্রস্তাব উত্থাপন করা গেল না, মুলতুবি হয়ে গেল লোকসভালোকসভা ফের মুলতুবি হয়ে গেল মঙ্গলবার।

জাস্ট দুনিয়া ডেস্ক: চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টির আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনাই হল না। তার আগেই লোকসভা এক দিনের জন্য মুলতুবি হয়ে গেল।

গত সপ্তাহেই এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গিয়েছিল চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টি (টিডিপি)। এর পর সোমবার তারা লোকসভার স্পিকারের কাছে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। তাদের এই প্রস্তাবে সমর্থন দেওয়ার কথা ছিল কংগ্রেস, তৃণমূল, বামেদের।

ওয়াইএসআর কংগ্রেসও ওই অনাস্থা প্রস্তাবে সায় দিয়েছিল। কিন্তু, এ দিন সকাল থেকে তুমুল হইহট্টগোলের জেরে সংসদের দুই কক্ষেই অধিবেশন মুলতুবি হয়ে যায়। বিরোধীদের তুমুল হইহট্টগোলের জন্য বেলা ১২টা পর্যন্ত লোকসভা এবং বিকেল সাড়ে তিনটে পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। পরে বেলা ১২টা নাগাদ ফের প্রশ্নোত্তর পর্ব দিয়ে লোকসভা শুরু হয়। কিন্তু, হইহট্টগোল না থামায় গোটা দিনের জন্যই অধিবেশন মুলতুবি করে দেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন।

বিজেপি-ও অস্বস্তি কাটানোর জন্য এক দিন সময় পেল। হিসাবের নিরিখে হয়তো তাদের কোনও সমস্যাই হবে না। তবুও, প্রশ্নটা অস্বস্তির। কারণ, বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়েই লোকসভায় রয়েছে। সঙ্গে রয়েছে তাদের জোটশরিকগুলিও। এনডিএ-র সকল শরিকই যদি বিজেপি ছেড়ে বেরিয়ে যায়, তাতেও তাদের সরকার চালাতে কোনও সমস্যা হবে না। কিন্তু, অস্বস্তিটা অন্য জায়গায়। জোটের বড় শরিক হিসাবে যদি তাদের বিরুদ্ধেই এমন অভিযোগ ওঠে, তা হলে বিরোধীদের হাতই শক্ত হয়।

কংগ্রেসের সঙ্গে বিজেপি-র কয়েকশো যোজনের ফারাক

হাত শক্ত করতে মাঠে নেমে পড়েছে বিরোধীরাও। কারণ, টিডিপি-র পাশে যে ভাবে বাম, তৃণমূল, কংগ্রেসকে থাকতে দেখা যাচ্ছে, তাতে তৃতীয় শক্তির উত্থান নিয়ে একটু হলেও সংশয়ে রয়েছে বিজেপি। কাটা ঘাটে নুনের ছিটের মতো স্খানে শিবসেনার মতো শরিকও রয়েছে। যারা টিডিপি-র এই অনাস্থা নিয়ে নীরব থাকবে বলে জানিয়ে দিয়েছে। কোনও পক্ষই নেবে না শিবসেনা।

আবার রাজনৈতিক হাওয়া মোরগের মতো আচরণ করছেন রামবিলাস পাসোয়ানও। সব মিলিয়ে বিজেপির কাছে শিবসেনা এখন আসলে শাঁখের করাত।

এ নিয়ে বিজেপি যদিও কোনও মন্তব্য করেনি। রাজনাশ সিংহের মতো নেতারা বলছেন, দল আলোচনায় রাজি। কিন্তু, সেই আলোচনায় বসবেন কারা? এ দিন যে ভাবে সংসদের দু’কক্ষই উত্তপ্ত হয়ে উঠল, হো হো হো… আওয়াজে মুলতুবি হতে বাধ্য হল লোকসভা, সেখানে এ সব নিয়ে আলোচনার অবকাশ আর আছে কি? জবাবটা বিজেপিও জানে না।