কৃষকদের চাপের কাছে হার মানল বিজেপি, মেনে নিল সব দাবি

কৃষকদের মিছিল। মুম্বইয়ের রাস্তায়কৃষকদের মিছিল। মুম্বইয়ের রাস্তায়

জাস্ট দুনিয়া ডেস্ক: কৃষকদের সমস্ত দাবি মেনে নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে দেবেন্দ্র ফডণবীস সরকার। তার পরেই প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি তুলে নিল সর্বভারতীয় কৃষকসভা।

গত দু’দিন ধরে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে কৃষক জমায়েত হচ্ছিলেন মুম্বইতে। নাসিক থেকে প্রায় ১৮০ কিলোমিটার হেঁটে কৃষকরা পৌঁছেছেন। ছ’দিনের সেই হাঁটা শেষে সোমবারই মহারাষ্ট্র বিধানসভা ঘেরাও করার কথা ছিল তাঁদের। সেই মতো এ দিন বেলা ১১টা নাগাদ আজাদ ময়দান থেকে যাত্রা শুরু করেন তাঁরা। একটি প্রতিনিধি দল তার আগে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের সঙ্গে দেখা করতে যায়। বৈঠক শেষে রাজ্যের মন্ত্রী চন্দ্রকান্ত পটেল জানান, মুখ্যমন্ত্রী কৃষকদের দাবি মেনে নিয়েছেন। সরকারের তরফে লিখিত ভাবে সেই প্রতিশ্রুতির কথা প্রতিনিধি দলের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী ফডণবীস রাজ্যের মুখ্যসচিবকে দেখার নির্দেশ দিয়েছেন।

মাথায় লাল টুপি, হাতে লাল ব্যানার নিয়ে গত কয়েক দিন ধরে কৃষকরা হাঁটছিলেন মহারাষ্ট্রের রাস্তায়। পলাশ-শিমূলের মাসে মহারাষ্ট্রের রাস্তায় যেন আগুন জ্বলছিল। তবে প্রতিবাদ মিছিলে কোনও উত্তাপ ছিল না। নিজেদের দাবি নিয়ে সেই মিছিল শুধুই এগিয়ে গিয়েছে মুম্বইয়ের দিকে। কৃষকদের এই মিছিল যাতে কোনও ভাবেই সাধারণ মানুষকে বিড়ম্বনায় না ফেলে, সে জন্য পথের বেশির ভাগটাই তাঁরা হেঁটেছেন রাতে। এমনকী, এ দিন সকালে মুম্বইয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে যাওয়ার সময় যাতে কোনও সমস্যা না হয়, অফিস যাত্রীদের যাতে পথে কোনও অসুবিধা না হয়, সে জন্য বিধানসভা অভিযানও বেলা ১১টার পর করা হয়েছে।

মুখ্যমন্ত্রী কৃষকদের দাবি মেনে নিয়েছেন। সরকারের তরফে লিখিত ভাবে সেই প্রতিশ্রুতির কথা প্রতিনিধি দলের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী ফডণবীস রাজ্যের মুখ্যসচিবকে দেখার নির্দেশ দিয়েছেন। চন্দ্রকান্ত পটেল 

ন্যুনতম সহায়ক মূল্যে ফসল কেনা, চাষির নিজস্ব জমি থাকা, কৃষি ঋণ মকুব, প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ফসলের জন্য হেক্টর প্রতি ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ, উন্নয়নমূলক কাজে চাষের জমি না নেওয়া— এমন হাজারো দাবিতে পথে নেমেছিলেন কৃষকেরা। লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবিপত্র পেশ এবং বিধানসভা ঘেরাও। সেই লক্ষ্যেই গত ছ’দিন ধরে হেঁটেছেন প্রায় ৫০ হাজার কৃষক। পাশে পেয়েছেন সাধারণ মানুষের সমর্থন। শুধু সাধারণ মানুষ নন, বিজেপি বাদে একাধিক রাজনৈতিক দলও কৃশকদের দাবিকে সমর্থন করেছে। মহারাষ্ট্র নব নির্মাণ সেনা, কংগ্রেস, এনসিপি এমনকী রাজ্য সরকারে বিজেপি-র জোটসঙ্গী শিবসেনাও পাশে থেকেছে কৃষকদের।

রাজনৈতিক মহলের মতে, এক প্রকার চাপে পড়েই কৃষকদের দাবি মেনে নিতে বাধ্য হল ফডণবীসের সরকার। না মেনে নিলে এই আন্দোলন আরও বড় আকার নিত। তবে, কৃষকদের হাতে লাল ঝান্ডা থাকায় রীতিমতো ক্ষোভ জানিয়েছে বিজেপি। বিজেপি বিধায়ক পুনম মহাজনের মতে, ‘‘কৃষকদের এই দাবি অবশ্যই সমর্থনযোগ্য। কিন্তু, তাদের সকলের হাতে কমিউনিজমের ঝান্ডাটা ঠিক মেনে নিতে পারলাম না। ভবিষ্যতে নিশ্চয়ই রাজনৈতিক ভাবে নিরপেক্ষ থাকবেন কৃষকরা!’’