কাঠুয়ার ঘটনা খুবই ছোট, মন্তব্য কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রীর

কাঠুয়ার ঘটনা খুবই ছোট‘কাঠুয়ার ঘটনা খুবই ছোট’

জাস্ট দুনিয়া ডেস্ক: কাঠুয়ার ঘটনা খুবই ছোট, খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। এমনটাই মন্তব্য করলেন জম্মু-কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য দায়িত্ব নেওয়া কবীন্দ্র গুপ্ত। সোমবারই তিনি মেহবুবা মুফতি সরকারের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। রবিবার পর্যন্ত কবীন্দ্র জম্মু-কাশ্মীর বিধানসভার স্পিকার ছিলেন।

এ দিন দায়িত্ব নিয়েই কবীন্দ্র সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘রসনা ইজ আ ছোটি সি বাত। আমাদের মনে রাখা উচিত এমনটা যেন ভবিষ্যতে আর না ঘটে। ওই শিশুটি অবশ্যই বিচার পাবে। এমন অনেক ঘটনাই সরকারের জন্য ভীষণ চ্যালেঞ্জের। তবে, রসনার ঘটনাকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই।’’

আট বছরের যে নাবালিকাকে গণধর্ষণের পর খুন করা হয় তার বাড়ি ছিল কাঠুয়ায় রসনায়। মুসলিম সম্প্রদায়ের একটি যাযাবর গোষ্ঠীর ওই নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ্যে আট জনের নামে চার্জশিট জমা পড়েছে। তাদের প্রত্যেকেই হিন্দু সম্প্রদায়ের। অভিযুক্তদের সপক্ষে হিন্দু একতা মঞ্চের তরফে একটি র‌্যালির আয়োজন করা হয়। সেই র‌্যালিতে হেঁটেছিলেন কাঠুয়ার বিজেপি বিধায়ক রাজীব জাস্রোতিয়া। এ দিন মেহবুবা মুফতির ঢেলে সাজা মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন রাজীব। আর তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে।

ব্রিটেনের নতুন স্বরাষ্ট্র সচিব হলেন বাসচালকের ছেলে 

ওই র‌্যালিতে হেঁটেছিলেন বিজেপি-র আরও দুই মন্ত্রী। কাঠুয়ার ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের জেরে তাঁদের দু’জনকেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু নতুন যে দুই বিধায়ককে মন্ত্রী করা হয়েছে, তাঁরাও ওই র‌্যালিতে হেঁটেছিলেন। তবে, তাঁরা সেখানে কোনও কথা বলেননি বলেই বিজেপি-র দাবি। এ দিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা টুইটারে লেখেন, ‘বিজেপির দুই মন্ত্রীকে সরিয়ে দেওয়া হল ধর্ষকদের সমর্থনে মিছিলে হেঁটে। ওই একই মিছিলে বিজেপি-র অন্য দুই বিধায়কও হেঁটেছিলেন। তাঁদের মন্ত্রী করা হয়েছে। কাঠুয়া-কাণ্ডে নিজেদের অবস্থান নিয়ে বিজেপি এবং মেহবুবা মুফতি সরকার এত দ্বিধাগ্রস্ত কেন?’

বিজেপি নেতা রাম মাধব যদিও জানিয়েছেন, রাজ্যে মুফতি সরকারের তিন বছর পূর্তি হয়েছে। সে জন্যই মন্ত্রিসভা রদবদল করে সাজা হয়েছে নতুন ভাবে। নতুন মুখদের সুযোগ দিতেই এটা করা হয়েছে। এর সঙ্গে কাঠুয়া-কাণ্ডের কোনও যোগ নেই।

ঊমষাট বছরের কবীন্দ্র গুপ্ত পুরনো আরএসএস কর্মী। এ দিন তিনি মুফতি সরকারের দু’নম্বর ব্যক্তি নির্মল সিংহের জায়গায় উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। ২০১৪ সালে তিনি প্রথম বার রাজ্য বিধানসভায় জিতেছিলেন। রাজনীতির সঙ্গে তিনি ১৩ বছর বয়স থেকে জড়িত।

এ দিন কবীন্দ্র ছাড়া রাজ্য বিজেপি-র সভাপতি সৎপাল শর্মা এবং আরও ছয় বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নেন। তাঁদের মধ্যে দু’জন মুফতির পিপল’স ডেমোক্র্যাটিক পার্টির।