ইন্ডিগো থেকে নামিয়ে দেওয়া হল যাত্রীকে

সমস্যায় ইন্ডিগোর যাত্রীরা

জাস্ট দুনিয়া ডেস্ক: ইন্ডিগো, ফের সংবাদ শিরোনামে। এ বার সৌজন্যে মশা। যার দৌলতে ইন্ডিগো-র বিরুদ্ধে এক যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠলো। সৌরভ রাই নামে ওই যাত্রীকে লখনউ-বেঙ্গালুরুর উড়ান থেকে জোর করে নামিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন মুম্বইয়ের বাসিন্দা ওই হৃদরোগ চিকিৎসক।

সৌরভের অভিযোগ, সোমবার তিনি লখনউয়ে বিমানে ওঠার পরে দেখেন ভিতরে মশা। তিনি বিমানসেবিকাদের সে কথা জানালে, তাঁরা তা কর্ণপাত করেননি। বিমানের দরজা বন্ধ করে দেওয়ার পরেও মশা উড়ে বেড়াচ্ছিল। সৌরভ প্রতিবাদ করলে, উল্টে তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

ইন্ডিগো নিয়ে প্রতিদিনই আসছে নতুন নতুন অভিযোগ। বিশেষ করে ইন্ডিগোর বিমান সেবিকা থেকে কর্মীদের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে বার বার। শেষ পর্যন্ত যাত্রীদের গলা ধাক্কাও খেতে হল!

ইন্ডিগো যদিও সৌরভের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে। তাদের দাবি, বিমানের মধ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন ওই যাত্রী। বিমানের ভিতরে চিৎকার করার সময় তিনি এক বার হাইজ্যাক শব্দটিও উচ্চারণ করেন। বিমানের ভিতরের জিনিসপত্র নষ্ট করার পাশাপাশি অন্য যাত্রীদেরও খেপিয়ে তুলছিলেন নাকি সৌরভ রাই। ইন্ডিগো জানিয়েছে, ওই যাত্রীকে নিয়ে বিমান উড়লে মাঝ পথে তিনি সমস্যা তৈরি করতে পারতেন। তাই পাইলট নাকি বাধ্য হয়ে তাঁকে নামিয়ে দেন।

সিগন্যাল ছাড়াই পেরিয়ে যায় প্রায় ১০ কিলোমিটার রাস্তা

গত নভেম্বর মাসে দিল্লি বিমানবন্দরের টারম্যাকে এক যাত্রীকে ধাক্কা মেরে ইন্ডিগোর এক কর্মী ফেলে দিয়েছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ঘটনা নিয়ে দেশ জুড়ে হইচই শুরু হয়। ক্ষমা চেয়ে নেন ইন্ডিগো কর্তৃপক্ষ। কিন্তু এই চিকিৎসকের ক্ষেত্রে ইন্ডিগো জানিয়েছে, বিমানে যাত্রী থাকলে সেখানে কোনও ধরণের কীটনাশক স্প্রে করা যাবে না বলে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ আছে। তা নিয়ে বিস্তর তর্কাতর্কি হয় যাত্রীর সঙ্গে।