মানিকের বামফ্রন্টকে হারিয়ে ত্রিপুরায় বিজেপি

দীর্ঘ দিনের বাম শাসনের অবসান হতে চলেছে ত্রিপুরায়। টানা প্রায় ২৫ বছরের রাজপাট শেষে উত্তর-পূর্বের ওই রাজ্য থেকে বিদায় নিতে চলেছে বামফ্রন্ট। একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সেখানে বিজেপি-আইপিএফটি জোট ক্ষমতায় আসছে।

৬০ আসনের বিধানসভায় শনিবার বিকেল পর্যন্ত যা ট্রেন্ড তাতে প্রায় ৪৩টি আসনে এগিয়ে বিজেপি-আইপিএফটি জোট। বামফ্রন্ট সেখানে মাত্র ১৬টি আসনে এগিয়ে।

অন্য দিকে মেঘালয় এবং নাগাল্যান্ডেও বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা। নাগাল্যান্ডে এমনিতেই এগিয়ে বিজেপি-এন়ডিপিপি জোট। ৬০ আসনের মধ্যে ৩১টিতেই তারা এগিয়ে। আর মেঘালয়ে কংগ্রেস ২১টি আসনে এগিয়ে থাকলেও বিজেপি-এনপিপি জোট কিন্তু সম সংখ্যক আসনে এগিয়ে। নির্দলদের একটা অংশকে টানতে পারলে, সেখানেও সরকার গড়তে পারে বিজেপি।

সব মিলিয়ে উত্তর-পূর্ব ভারতের একটা বিস্তীর্ণ অংশে ক্ষমতার প্রভার বিস্তার করা শুরু করল বিজেপি।

এ দিন বিকেলে নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কাজেরই সুফল বিজেপি পেয়েছে উত্তর-পূর্বে।’’

ত্রিপুরার সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার এ দিন দলের হার নিয়ে কোনও মন্তব্য করেননি।