নীরব-কাণ্ডে গ্রেফতার ব্যাঙ্কের দুই কর্মী-সহ ৩

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা প্রতারণা মামলায় এই প্রথম কাউকে গ্রেফতার করল সিবিআই। শনিবার মুম্বই থেকেই ওই ব্যাঙ্কেরই প্রাক্তন কর্মী গোকুলনাথ শেট্টিকে গ্রেফতার করা হয়। অবসরপ্রাপ্ত ওই ব্যক্তি পিএনবিতে ডেপুটি ম্যানেজার হিসাবে কাজ করতেন।

গোকুলনাথের সঙ্গে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মনোজ হনুমন্ত খারাট এবং হেমন্ত ভট্ট। প্রথম জন পিএনবির কর্মী। হেমন্ত ছিলেন হিরে ব্যবসায়ী নীরব মোদী এবং তাঁর মামা মেহুল চোক্সীর কোম্পানির হয়ে কাজ করতেন। তিনি ছিলেন ওই কোম্পানিগুলির সিগনেটরি অথরিটি।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ইতিমধ্যেই নীরব এবং মেহুলের বিভিন্ন শোরুমে তল্লাশি চালিয়ে ৫ হাজার ৬০০ কোটি টাকার হিরে এবং সোনার গয়না বাজেয়াপ্ত করেছে। তল্লাশি অভিযান এ দিনও চলছে বলে ইডির তরফে জানানো হয়েছে।

ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্ক প্রতারণার ঘটনায় গ্রেফতার হওয়া গোকুলনাথ এবং মনোজকে দফায় দফায় জেরা করেন গোয়েন্দারা। পিএনবি-র বিদেশি মুদ্রা বিনিময় বিভাগে কাজ করতেন গোকুলনাথ।