‘জঙ্গির ছেলে’ গালিবের দুর্দান্ত ফল

বছর সতেরোর ছেলেটির নাম গালিব। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সে ৮৮ শতাংশ নম্বর পেয়েছে। ৫০০-র মধ্যে ৪৪১। ওই কিশোরের পরীক্ষার ফল এখন গোটা দেশে খবরের শিরোনাম।
আসলে গালিবের পুরো নাম গালিব আফজল গুরু। ২০০১ সালে সংসদে হামলার মূল ষড়যন্ত্রী আফজল গুরুর ছেলে। বৃহস্পতিবার সকালেই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করেছে জম্মু-কাশ্মীর বোর্ড। আর তাতেই দেখা গিয়েছে আফজলের ছেলে এত ভাল ফল করেছে। তার পর থেকেই বারামুলা জেলার সোপোরে তাদের বাড়িতে যেন অকাল ইদের আমেজ। উৎসব লেগে গিয়েছে।
২০১৬ সালে দশম শ্রেণির পরীক্ষায় দুর্দান্ত ফল করে সকলের নজর কেড়েছিল গালিব। সে বার ৯৫ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে ১৯তম স্থান অধিকার করে সে। ‘জঙ্গির ছেলে’ পরিচয় নিয়ে এমন ফল করাটা সকলকে চমকে দিয়েছে। ছেলের সাফল্যে আজ উজ্জ্বল মা তবসসুমের মুখ। বেসরকারি একটি হাসপাতালে নার্সের চাকরি করেন তিনি। স্বামীর স্মৃতি আঁকড়েই ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেন। এ দিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে শুভেচ্ছা বার্তায়। গালিবকে অভিনন্দন জানাতে সোপোরের বাড়িতে চেনা-অচেনা বহু মানুষ উপহার হাতে হাজির হচ্ছেন। সকলকে হাসিমুখে অভ্যর্থনা জানাচ্ছেন তবসসুম।