শিশুদের আচরণগত সমস্যা ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা, প্রথম পর্ব

শিশুদের আচরণগত সমস্যাশিশুদের আচরণগত সমস্যা

ডা: সুরজিৎ দেবনাথ


শিশুদের আচরণগত সমস্যা এই সময়ের একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এটা শুধু বাবা-মায়েদেরই উদ্বেগের কারণ নয়, চিকিৎসক হিসাবে আমাদেরও ভাবিয়ে তোলে। বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতি শিশু থেকে বাবা-মা ও তার পারিপার্শ্বিক পরিবেশ— সব কিছুকেই এক জটিল আবর্তে ঘোলাটে করে তুলেছে।

শিশুর জন্মের পর বাবা-মায়েরা যে সমস্যা নিয়ে প্রায়শই জেরবার হন, তা হল অস্থির প্রকৃতির শিশু (FUSSY BABY)। প্রধানত তিনটি লক্ষ্মণ দ্বারা এই বিষয়টিকে চিহ্নিত করা হয়।

১. AGGRESSION (আক্রমণাত্মক আচরণ)
২. ADHD- ATTENTION DEFICIT HYPERACTIVITY DISORDER (মনোযোগের ঘাটতিজনিত বিশৃঙ্খলা)
৩. TEMPER TANTRUM (বদমেজাজি প্রকৃতির)

এই সব অস্বাভাবিকতার সুনির্দিষ্ট কারণ এখনও পর্যন্ত নির্ধারিত হয়নি। তবে, জিনগত প্রবণতা (GENETIC PREDISPOSITION) ও গর্ভকালীন মানসিক চাপ এই সম্ভাবনা বাড়িয়ে দেয়।

শিশুদের আচরণগত ত্রুটি


ঘুমের বিশৃঙ্খলা (SLEEP DISORDER)

১. বাচ্চা কখনও বেশি সময় ধরে ঘুমায় আবার কখনও ঘুমাতে চায় না, অনেক ক্ষণ জেগে থাকে।
২. ঘুম থেকে কান্না করে জেগে ওঠে।
৩. ঘুমের মধ্যে ছটফট করে।
৪. ঘুম ঘুম ভাব থাকে কিন্তু ঘুমোয় না।
৫. বাচ্চা দিনের বেলা ভাল থাকে, রাত হলেই ঘুমোয় না, কান্না শুরু করে।
৬. ঘুমের মধ্যে দাঁত কটমট করে।

ওষুধ: অ্যাকোনাইস্ট ৩০/২০০, বেলেডোনা ২০০, ওপিয়াম ২০০, নাক্স ভস্ ২০০, জ্যালাপা ২০০, রাস্ টক্স ২০০

 

কান্না (CRYING)

১. বাচ্চা একা থাকতে পারে না। অন্ধকারে ভয় পায়।
২. বাচ্চার দিকে তাকালে বা তাকে আদর করতে গেলেই কান্না শুরু করে।
৩. বাড়িতে নতুন কেউ এলে, তাকে দেখলে কান্না করে।
৪. বাচ্চা তীব্র ভাবে কাঁদতে থাকে, কোলে নিলেও সান্ত হয় না। আবার কোনও বাচ্চাকে কোলে নিয়ে ঘুরলে কান্না থেমে যায়। বাচ্চা ঘুমিয়ে পড়ে।

ওষুধ: অ্যান্টিম্ ক্রুড্ ৩০/২০০, ইথুজা ৩০/২০০, বোরাক্স ৩০/২০০, অ্যাকোনাইট ২০০, সিনা ২০০, ক্যামোমিলা ২০০

 

আক্রমণাত্মক আচরণ (AGGRESSION):

১. বাচ্চা রেগে গিয়ে কামড়াতে চায়, মারতে আসে। ঘরের জিনিসপত্র, এমনকি নিজের জিনিস, খেলনাও ভেঙে ফেলে।
২. বাচ্চা রেগে গিয়ে নিজের শরীরে আঘাত করে। যেমন, মাথা দেওয়ালে ঠুকে দেওয়া, চুল টেনে ছেঁড়া, হাত কামড়ানো ইত্যাদি।
৩. ছোট বাচ্চা দেখলে তাকে মারতে যায়।
৪. বাচ্চাটির কোনও কাজে বাধা দিলে ভয়ঙ্কর ভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে।
৫. বায়না করে, না পেলেই আক্রমণাত্মক হয়ে যায়।

ওষুধ: অ্যান্টিম ক্রুড ২০০, ব্রায়োনিয়া ২০০, কোলোসিন্থ ২০০, ক্যামোমিলা ২০০, হিপার সাল্‌ফ ২০০, নাক্স ভমিকা ২০০।

শিশুদের আচরণগত সমস্যা ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা, দ্বিতীয় পর্ব

শিশুদের আচরণগত সমস্যা ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা, শেষ পর্ব