শিশুদের আচরণগত সমস্যা ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা, দ্বিতীয় পর্ব

শিশুদের আচরণগত সমস্যাশিশুদের আচরণগত সমস্যা

ডা: সুরজিৎ দেবনাথ


শিশুদের আচরণগত সমস্যা ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা, প্রথম পর্ব

শিশুদের আচরণগত সমস্যা এই সময়ের একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এটা শুধু বাবা-মায়েদেরই উদ্বেগের কারণ নয়, চিকিৎসক হিসাবে আমাদেরও ভাবিয়ে তোলে। বর্তমান আর্থ-সামাজিক পরিস্থিতি শিশু থেকে বাবা-মা ও তার পারিপার্শ্বিক পরিবেশ— সব কিছুকেই এত জটিল আবর্তে ঘোলাটে করে তুলেছে। আজ দ্বিতীয় পর্ব।

 

খাওয়ানোর সমস্যা (FEEDING PROBLEM)

১. বাচ্চা খাওয়ানোর কিছু ক্ষণ পর বমি করে দেয়।

২. বাচ্চা খেতে চায় না। খাবার খাওয়ানোর চেষ্টা করলে বা খাবার দেখলেই কান্না শুরু করে।

৩. বাচ্চা খেতে বসে পেট ব্যথার কথা বলে।

ওষুধ: ইথুজা ৩০/২০০, সিনা ২০০, ক্যালকেরিয়া ফস্ ২০০, ক্যামোমিলা ২০০, ইপিকাক ৩০/২০০, নাক্স ভমিকা ৩০/২০০

 

স্কুলে যাওয়ার অনীহা (SCHOOL AVOIDANCE)

১. স্কুলে যাওয়ার আগে বাচ্চা কান্না শুরু করে।

২. কোনও কোনও ক্ষেত্রে বাচ্চার স্কুলে যাওয়ার আগে পেট ব্যথা, বমি ভাব বা বমি, পাতলা পায়খানা, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়।

সহপাঠীর প্রতি ভীতি বা শিক্ষককে ভয় পাওয়ার ফলেও এই ধরনের সমস্যা জন্মাতে পারে।

ওষুধ: অ্যাকোনাইট ২০০, জেলসিমিয়াম ২০০, ইথুজা ২০০, সাইলিসিয়া ২০০

 

ব্যাঘাত ঘটানো (INTERRUPTION)

১. বাচ্চা কথার মাঝখানে কথা বলতে চায়।

২. বাচ্চার কাছের লোক (CARE GIVER) যারা তাদেরই সে এই ভাবে ব্যাঘাত ঘটায়।

৩. ফোনে কথা বলার সময়েও বিঘ্ন ঘটায়, চিৎকার শুরু করে বা নানা প্রশ্ন করে।

বাচ্চা নিরাপত্তাহীনতা ও মনোযোগ আকর্ষণের জন্যই এই ধরনের আচরণ করে।

ওষুধ: ক্যালকেরিয়া কার্ব ২০০, নেট্রাম মিউর ২০০, পালসেটিলা ২০০, সাইলিসিয়া ২০০

 

জ্বালাতন করা (TEASING HABIT)

১. বাচ্চা এমন কাজ করেই মজা পায় যাতে তার চার পাশের লোক বিরক্ত হয়। যেমন, ঘরের লাইট বন্ধ করে দেওয়া, জলের কল ছেড়ে দেওয়া, জিনিসপত্র এলোমেলো করে দেওয়া, চিৎকার করা ইত্যাদি।

২. সহপাঠীকে বিরক্ত করা।

এই আচরণ করে শিশু মজা খোঁজার জন্য। কখনও আবার মনোযোগ আকর্ষণের জন্য।

ওষুধ: অ্যান্টিম ক্রুড ২০০, ক্যামেলিয়া ২০০, নাক্স ভমিকা ২০০

 

ঘ্যান ঘ্যান করা (WHINNING)

বাচ্চার খিদে পেলে বা শারীরিক কোনও অস্বস্তি হলে ঘ্যান ঘ্যান করে। কিন্তু এই ধরনের কোনও সমস্যা ছাড়া ঘ্যান ঘ্যান করা আচরণগত ত্রুটির মধ্যেই পড়ে। দৃষ্টি আকর্ষণ করাই এই আচরণের লক্ষ্য।

ওষুধ: এপিস ২০০, ব্রায়োনিয়া ২০০, সিনা ২০০, ক্যামোমিলা ২০০

 

জিনিসপত্র ছুড়ে ফেলা (THROWING THINGS)

১. বাচ্চা মজা করার জন্য এই রকম আচরণ করে।

২. রাগের বহিঃপ্রকাশ হিসাবে দেখা যায়।

ওষুধ: বেলেডোনা ২০০, সিনা ২০০, ক্যামোমিলা ২০০, হিপার সাল্‌ফ ২০০

 

চিৎকার করা (SCREAMING)   

১. বাচ্চারা সাধারণত পেটে ব্যথা, ভেজা ডায়াপার, পেটে গ্যাস জমা, অতিরিক্ত ঠান্ডা বা গরম লাগলে চিৎকার করে।

২. মনোযোগ আকর্ষণ চিৎকারের কারণ।

৩. কোনও কিছু চেয়ে না পেলেও বাচ্চারা চিৎকার করে।

ওষুধ: অ্যাকোনাইট ২০০, সিনা ২০০, ক্যামোমিলা ২০০

শিশুদের আচরণগত সমস্যা ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা, শেষ পর্ব